![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা খুব ভাল একটা ব্যপার যে সামুতে বিভিন্ন সমস্যার ভাল পরামর্শ পাওয়া যায়!আজও একটি সমস্যার সবচেয়ে গ্রহনযোগ্য পরামর্শ আশা করি!
আমার নানু বেশ কয়েক মাস ধরে দুরারোগ্য ক্যান্সার এ ভুগছেন!তার শারিরীক বর্তমান অবস্থা খুব একটা ভাল না!দিনে দিনে যেন নিস্তেজ হয়ে যাচ্ছেন!বাংলাদেশে তার চিকিৎসার প্রায় সব ধরনের চেষ্টা করা হয়েছে!কিন্তু ফলাফলের কোন উন্নতি নেই!এমন অবস্থায় তার জন্য আরো ভাল চিকিৎসা প্রয়জন!আমার পরিবার তার উন্নত চিকিৎসার সার্থে সর্বোচ্চ ইন্ডিয়ায় যেতে পারে!ইচ্ছাটাও সে রকমি!বাকিটা আল্লাহর ইচ্ছা!
কিন্তু ইমারজেন্সি ভিসা মেডিকেল ভিসা প্রোসেসিংটা কেমন হবে তা সম্পর্কে বেশ অজ্ঞ!সামুতে এমন অনেকেই আছেন, যারা এ সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য দিতে পারবেন!
খুব উপকৃত হব!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ধন্যবাদ ভাই!মুম্বাই টাটা হাসপাতালে এপ্লিকেশন করব কিভাবে?ওয়েব লিংক টা দরককার!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ভোরের সূর্য বলেছেন: https://tmc.gov.in/
এর পর আপনি যখন আমাকে রিপ্লাই দিবেন তখন দেখবেন সবুজ রংয়ের একটা তীর চিহ্ন আছে সেখানে ক্লিক করে আমাকে রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো যে আমাকেই আপনি নক করেছেন তার মানে আমি একটা নটিফকেশন পাব যে আপনার কাছ থেকে রিপ্লাই এসেছে তাহলে উত্তর দেয়া সুবিধা হবে। এখন যেভাবে মন্তব্য করলেন তাতে আমি কোন নটিফিকেশন পাইনি। আমি নিজেই চেক করে রিপ্লাই দিলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ভাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ!আপনাকে অসংখ্য ধন্যবাদ!
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
অন্ধকারের নক্ষত্র বলেছেন: vai aro kisu valo hospital er link deowa jabe ki!
r tmc hospital e email er maddhome aplication korte hobe naki web e alada option ase?
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
ভোরের সূর্য বলেছেন: ভাই ওদের সাইটে যেয়ে দেখেন
https://tmc.gov.in/tmh/index.php/patient-information/in-patient-procedure# এই লিঙ্কে দেখেন অনলাইন অপিনিয়ন এবন ই মেডিকেল রিপোর্টস ওখানে ক্লিক করুন ই মেডিকেল রিপোর্টে আপনার নানুর টোটাল হিস্টোরি এবং মেডিকেল রিপোর্ট আপলোড করুন এবং ডাক্তারের অপিনিওন চান।আর যেহেতু বলছেন যে এখানে ট্রিটমেন্ট শেষ তাই তারাতারি করুন। অথবা ওদের কন্টাক্ট মেইল এড্রেসে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দিন আর জিজ্ঞা করেন কি করবেন। সাথে আপনার মোবাইল নাম্বার দিন। ওরা ওদের অপিনিওন জানাবে। পজিটিভ হলে ওদের কাছে ভিসার জন্য ইনভাইটেশন লেটার চান।
এরা ভারতের বেস্ট। এছাড়া আপনি কোলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল, কোলকাতার এ্যাপোলো, ব্যাঙ্গালোরের মজুমদার শাহ্ ক্যান্সার/মাল্টি স্পেশিয়লিটি হাসপাতাল।চেন্নাইয়ের এ্যাপোলো, দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনষ্টিটিউট ইত্যাদি অনেক আছে। তবে ভাল হয় দক্ষিণ বা উত্তরের দিকে যাওয়া। ব্যাঙ্গালোরের টা দেবী শেঠির হাসপাতাল। যেখানেই যান একই প্রসিডিঊর।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ভোরের সূর্য বলেছেন: Click This Link
http://www.indiatvnews.com/news/india/top-five-cancer-hospitals-in-india-32705.html
বাই দ্যা ওয়ে ওনার কি ক্যান্সার হয়েছে? কোন স্টেজ?
ওনার যে বায়োপসি করা হয়েছে সেগুলোর স্লাইডগুলো সংগ্রহ করে রাখুন। যেখান থেকে হিস্টোলজি বা বায়োপসি করা হয়েছে ওদের কাছেই স্লাইডগুলো আছে। বল্লেই কিছু ফি নিয়ে আপনাকে দিয়ে দিবে।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
অন্ধকারের নক্ষত্র বলেছেন: বলেছেন: আবারো ধন্যবাদ ভাই!
আমার নানুর গলার বাম পাশে একটি টিউমার দেখা যায়!প্রথম অবস্থায় এর ব্যাস একটা পাঁচ টাকার কয়েন আকৃতির ছিল, দুই মাসের ব্যবধানে এখন তা একটা গল্ফ বলের সমান!তার ক্যন্সার এর উৎস নিয়ে সন্দেহ রয়েছে, তবে ডাক্তাররা মোটামুটি একমত যে ক্যান্সারের উৎস ডিম্বাশয় থেকে!
আমরা টাটা মেমোরিয়ালের ওয়েবে ঢুকে প্রথমে পেশেন্ট রেজিস্টার করেছি!তার পরে তাদের কাছে ইমেইল করেছি রোগের বিবরন সহ সকল ডকুমেন্টস এই ইমেজ সহ!গতকাল ইমেইল করেছি কিন্তু এখনো কোন সারা পাইনি!তাই ভাবছিলাম আমাদের এপ্লিকেশন পদ্ধতিতে কোন ত্রুটি আছে কিনা!
ভাই আপনার পরামর্শে দারুন উপকৃত হচ্ছি!খুব দ্রুত ভিসা প্রসেসিংটা হয়েগেলে খুব ভাল হতো!বাকিটা আল্লাহর ইচ্ছা!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
অন্ধকারের নক্ষত্র বলেছেন: আবারো ধন্যবাদ ভাই!
আমার নানুর গলার বাম পাশে একটি টিউমার দেখা যায়!প্রথম অবস্থায় এর ব্যাস একটা পাঁচ টাকার কয়েন আকৃতির ছিল, দুই মাসের ব্যবধানে এখন তা একটা গল্ফ বলের সমান!তার ক্যন্সার এর উৎস নিয়ে সন্দেহ রয়েছে, তবে ডাক্তাররা মোটামুটি একমত যে ক্যান্সারের উৎস ডিম্বাশয় থেকে!
আমরা টাটা মেমোরিয়ালের ওয়েবে ঢুকে প্রথমে পেশেন্ট রেজিস্টার করেছি!তার পরে তাদের কাছে ইমেইল করেছি রোগের বিবরন সহ সকল ডকুমেন্টস এই ইমেজ সহ!গতকাল ইমেইল করেছি কিন্তু এখনো কোন সারা পাইনি!তাই ভাবছিলাম আমাদের এপ্লিকেশন পদ্ধতিতে কোন ত্রুটি আছে কিনা!
ভাই আপনার পরামর্শে দারুন উপকৃত হচ্ছি!খুব দ্রুত ভিসা প্রসেসিংটা হয়েগেলে খুব ভাল হতো!বাকিটা আল্লাহর ইচ্ছা!
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
ভোরের সূর্য বলেছেন: সময় দিন ওদেরকে।ওরা আপনাকে মেইল করবে কিংবা ফোন করবে। এছাড়া আপনি ইচ্ছা করলে ওদের কন্টাক্ট এ্যাড্রেস এ যে মেইল আইডি আছে সেখানে মেইল করতে পারেন আপনার সব ডিটেইল জানিয়ে।রিপ্লাই পাবেন। আপনি navyatech এর মাধ্যমে আপনার ডকুমেন্ট পাঠিয়েছেন। ওরা ওদের কনসার্ন ডিপার্টমেন্ট এ পাঠাবে সেখানে ডাক্তার রিভিউ করার পর আপনাকে রিপ্লাই দিবে। ওদের খুব সম্ভবত গিতিকা শ্রীবাস্তব বা হাসিন তাজ নামের দুইজন আছেন যারা আপনাকে মেইলে রিপ্লাই দিবে এবং কল করবে।
আপনি ইচ্ছা করলে [email protected] এখানেও মেইল করে ডকুমেন্ট পাঠিয়েও সাহায্য চাইতে পারেন।
International Patient Advisor
Tata Memorial Hospital
Dr. Ernest Boreges Marg
Parel, Mumbai-400012
022-2417700 Ext. 6168
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
ভোরের সূর্য বলেছেন: প্রথমে ভারতের যেই হাসপাতালে নিতে চান তাদের সাথে যোগাযোগ করুন। তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার নিন।
তারা তাদের প্যাডে একটা ইনভাইটেশন লেটার দিবে(আপনাকে মেইল করে)। তাতে লেখা থাকবে আপনার নানুর ক্যান্সার হয়েছে এবং তাকে অমুক তারিখের মধ্যে তাদের হাসপাতালে ডাক্তারের সাথে এ্যাপোয়েন্টমেন্ট আছে উল্লেখ থাকবে। ধরুন আজকে ৬ তারিখ আপনারা হাসপাতাল কে বলুন ১৫তারিখের মধ্যে ডেট দিতে মানে তারা ইনভাইটেশনে লিখবে যে ১৫তারিখ ডাক্তারের সাথে এ্যাপোয়েন্টমেন্ট। এছাড়া আপনারা যারা নানুর সাথে যেতে চান মানে পেশেন্টের সাথে মেডিকেল এ্যটেন্ডেন্ট এবং আপনার নানুর পাসপোর্টের নাম্বার উল্লেখ করে দিতে হবে। ইনভাইটেশন আপনাকে মেইলেই পাঠিয়ে দিবে।
এবার ফর্ম পূড়নের পালা। মনে রাখবেন একজন পেশেন্টের সাথে সর্বচ্চ ২জন মেডিকেল এ্যাটেন্ডেন্ট যেতে পারবেন। ইনভাইটেশন লেটারেও নানুর পাসপোর্টের সাথে আর ২জনের পাসপোর্টের নাম্বার দিতে পারবেন। অবশ্য ওদের যে সিস্টেম তাতে খুব বেশী লোক যাবার দরকারোও হয় না।
ভারতের ভিসা সাইটে যেয়ে প্রথমে আপনার নানুর ভিসা ফর্ম পুড়ন করুন। আপনার নানুর ভিসা ক্যাটাগরি হবে মেডিকেল ভিসা। অনালাইন ফর্মে ওখানকার রেফারেন্সের জায়গায় ওখানকার হাসপাতালের ঠিকানা দিন। কোথায় থাকবেন সেটা ওখানকার যে কোন হোটেলের ঠিকানা দিন ইন্টারনেট ঘেটে। আর বাংলাদেশের রেফারেন্সের জায়গায় বাংলাদেশে যেই ডাক্তার দেখেছেন তার নাম ঠিকানা দিন।
আপনার নানার ফর্ম পুরণ হয়ে গেলে তার সাথে যারা যাবে তাদের ফর্ম পূরন করুন। তাদের ভিসা ক্যাটাগরি হবে মেডিকেল এ্যটেন্ডেণ্ট।
মনে রাখবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে কোন ডেটের দরকার নাই। শুধু সঠিকভাবে ফর্ম পুরন করলেই হবে। এবার ফর্ম প্রিন্ট করে নিন।আপনার নানু ফরমের সাথে ওনার সব মেডিকেল ট্রিট্মেন্টের কাগজের মূল এবং ফটোকপি দিতে হবে এবং ওনার সাথে যারা যাবেন তাদের পাসপোর্টের সাথেও তাদের অন্যান্য কাগজের সাথে নানুর মেডিকেল ট্রিটমেন্টের কাগজের ফটোকপি দিতে হবে। এবার সব কাগজ ঠিক করে জমা দিন। আপনার নানুকে যেতে হবে না। একজনই জমা দিতে পারবেন। আশাকরি কাগজ ঠিক থাকলে ২দিন পরেই ভিসা পেয়ে যাবেন। আপনি ঢাকায় থাকলে সকাল ৭টার মধ্যেই ভিসা সেন্টারে উপস্থিত হবেন কারণ মেডিকেল ইমারজেন্সি ভিসার আলাদা লাইন থাকে সেখান থেকে ওদের ইচ্ছামত কম বেশী ১০০জন পর্যন্ত ডেকে নেয়।
এবার আসি ভারতের কোথায় চিকিৎসা করাবেন।
তুলনামূলক খরচ বেশী হলেও ক্যান্সারের জন্য সবচেয়ে ভাল হাসপাতাল হচ্ছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল। ওদের সাইটে যেয়ে আপনি রেজিষ্ট্রেশন করতে পারেন পেশেন্টের সব ডিটেইল জানিয়ে। তাহলে আপনার নানুর নামে একটা অনলাইন ফাইল তৈরি হয়ে যাবে।ওখানেই আপনি ট্রিটমেন্ট এবং খরচ সম্বন্ধে জানতে পারবেন। ওরা যখন বলবে ওদের কাছে নিয়ে যেতে তখন আপনি একটা লেটার চাইবেন ভিসা এসিট্যান্টের জন্য। ওটা প্রিন্ট করাবেন। ওদের হাসপাতাল হোক আর অন্য যেকোন ভাল হাসপাতাল হোক আপনাকে ভিসা এসিস্ট করবে।কোলকাতায় এখন নিয়েন না। ভাল হাসপাতালগুলো সব দিল্লী,মুম্বাই এবং দক্ষিনে এবং এখন যেহেতু ক্রুশিয়াল স্টেজ তাই ভাল জায়গায় নেয়ার চেষ্টা করুন।
ধন্যবাদ।
আর কোন জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন।