নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্দ জিনিস দেখবো না , মন্দ কথা বলবো না মন্দ কিছু শুনবো না।

মুন্ন৮৮

আমি গুছিয়ে কিছুই লিখতে পারি না কিন্তু মনে অনেক গল্প জমা আছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তিনি যেন একদিনের জন্য হলেও আমাকে লেখার ক্ষমতা দান করেন।

মুন্ন৮৮ › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রকথা!!!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

চাঁদ এক অতৃপ্ত বিবাগী পুরুষ

মাঝে মাঝে আকাশের হাত ধরে বেরিয়ে আসে

নাকি স্বাদ বদলায়?

মুক্তি খোঁজে একঘেয়েমী থেকে??



চাঁদের প্রেয়সী কিন্তু অন্ধকার,

অন্ধকারকে সে ব ভালোবাসে

অন্ধকারে হারায়, লুকোচুরি খেলে

তারপরও তার তৃপ্তি মেলেনা



প্রেয়সীরাও কি তাহলে একঘেয়ে হয় অন্ধকারের মত??

গ্রাস করে নিতে চায় প্রিয় প্রেমিককে??

তানাহলে চাঁদ কেন মাঝে মাঝে আকাশের হাত ধরে??

ত্তৃপ্তি খোঁজে মেঘের বুকে??



চাঁদ কেন রাতখেকোদের জাগায়??

গলায় ফুটন্ত তরলের নদী আর

জলন্ত আগুনের চুমোয় ভেসে যায় রাতখেকোদের রাত!!

কেউ কেউ তো হয়ে উঠে ওয়্যারউলফ!!!

তৃষ্ণা মেটায় মদ, মাংসে অথবা কামে!

আবার রাতজাগা হিমুদের রাত কাটে কষ্ট, ক্ষুধা আর ঘামে!!



কেউ হয় কবি, কেউ হয় প্রেমিক, কেউবা ভাবুক!!

কেউ কিছুই হয়না বা হতে চায়না তবুও রাত জাগে।



তারপর একসময় চাঁদ ফিরে অন্ধকারের বুকে।

আর রাতখেকোরা???

হুম, ওরাও হারায় জীবনের প্রয়োজনে!!!!





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চাঁদ পুরুষ,,,,,,,,,,আর অন্ধকার নারী !!!!
,,,,,,,,,,,,,,ভাল হয়েছে

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১০

মুন্ন৮৮ বলেছেন: একটু গতানুগতিক ধারার বাইরে যাওয়ার চেস্টা আর কি!! :) ধন্যবাদ!! :)

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর ।।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১০

মুন্ন৮৮ বলেছেন: ধন্যবাদ মায়াবী!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.