![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব অবতাররুপ
- মুন্না সন্দ্বীপী
আমি গেয়ে যাব অনন্ত পথিকের গান,
নতুনত্বে দেশ বিদেশে যারা করে গমন।
সংস্কৃতিতে উধ্বগামী
প্রচারিত ধর্মে
কৌশলে সর্বাকার
দূর্দান্ত কর্মঠ
দেয় অন্নের প্রমান।
দুসর মরুভুমি করে পাড়ি নতুনের শুভ যাত্রার।
যারা অভিযাত্রী
ধ্বংসের মূল,
তারাই দূর্দান্ত সাহসীর দল।
ঘৃণিত আমি তাদের নিয়ে
দোহায়ে যারা সহনশীল
দেয় তারা সহনীয় বানী
কাপুরুষের দল।
কর্মে নয় তারা দূর্দান্ত
অভিযাত্রায় দেয় দোহায়
ধ্বংসতে নয়
শান্তিতে গৌরবময়,
তারাই তো ভীরু চাটুকার দল।
ফ্যান রসনায় থাকবে কেন?
আছে তোমাদের সূর্য সম ত্যাজ,
উদ্দিপ্ত কর তোমাদের সেই বীর্য
বিশ্ব যবে করেছিল জয়,
ছিলে তোমরা অকুতোভয়।
জাগিয়ে তোল তোমাদের শৌর্য
কালিমায় লেপে দাও কাপুরুষতা,
তবে আবার হবেই জয়।
২| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭
মুন্না সন্দ্বীপী বলেছেন: দঃ আমি আপনার মন্তব্য বুঝতে পারিনি,দয়া করে বলবেন কি বুঝাইতে চাচ্ছেন?
আর এখানে কালিমা = আঁধার/অন্ধকার/কালো।
আমি ব্লগে নতুন,তবুও কোন ভুল হলে বলবেন।
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯
কানিজ রিনা বলেছেন: অনেক হাসিতে ফেটে পরলাম। কালিমার
মন্তব্য দুই ধরনের। হা হা হা।
৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১
মুন্না সন্দ্বীপী বলেছেন: এই যে মেম আমি কালিমা টা আরবী ভাষা থেকে ব্যবহার করিনি।
দেখুন ছবিটা
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
অন্তরে প্রসব ব্যাথা
কলেমা মানে বাক্য। সেই বাক্য যা উদ্দীপ্ত করে। জাগরিত করে। ৭১এ আমাদের কলেমা ছিল জয় বাংলা!!
দু-জাহানের জাগরনী কলেমা বা বাক্য যে আমরা উপলদ্ধিই করতে পারছিনে! তাইতো তোতা পাখির মতো উচ্চারনে প্রভাব পড়ছেনা দেহে, মনে জ্ঞানে! ফলে তমসা গাঢ় হচ্ছে আরো আরো...
কিছু টাইপো দেখে নিন ( যদিও আমারও অনেক টাইপো থেকে যায় মাঝে মাঝে..)