![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অধিকার
-মুন্না সন্দ্বীপী
কেন বাংলাদেশে নব্বই শতাংশ মুসলিম জাতী!
কেন ইসলামিক শিক্ষা সে দেশে হবেনা পাটি?
কেন আমি মুসলিম হয়ে জন্ম!
জন্ম থেকে কেন শিখতে হয় পর্নো!
কেন দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম!
তবে কেন শিক্ষার উচ্চস্তরে অন্য ধর্মের নাম?
শিক্ষা কেন হবে জাতীর মেরুদণ্ড!
তবে কেন হবে দুই থেকে শুরু করে ইসলাম ব্যতিত অন্য?
স্কুল কেন হবে শিক্ষার্থীদের শৃংখলার কেন্দ্র!
যবে নেই বিশ্বমাবতার শৃংখলিত মহমানব মোহাম্মের নাম, বাদ দিয়েছে যে ভন্ড!
ঐ মুসলমান ভেবেছ কি?
শিক্ষা যদি হয় তোমার অন্য
তবে কেন তুমি মুসলিম নিয়ে ধন্য!
শিক্ষায় যদি তুমি পিছিয়ে পড়
সামনে তোমার দিশা কি?
সময় থকতে জাগ তুমি
শিক্ষায় কর তুমি অগ্রগতি।
তুমিও চল যোগ্য হয়ে
শিক্ষা বিভাগের উচ্ছ তরে।
দাবি আদায়ের সময় এসেছে
শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে কেন্দ্রে
মুসলিম দেশে মুসলিম হবে,
তবে হবে শিক্ষায় শিক্ষিত
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৭
মুন্না সন্দ্বীপী বলেছেন: উফফফ!! সত্যি আপনার প্রশংসা করতে হয়। আপনি যদি পশু ডাক্তার হতেন অনেক ভাল হত! অনন্ত ভেঁড়ার উপর পিএইসডি নিতে পারতেন। হা হা হা হা............।
স্যরি মজা করলাম!!
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভেঁড়ার উপর রচনা?