![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মরণে পঁচাত্তর
- মুন্না সন্দ্বীপী
হে বঙ্গবন্ধু
জাতী আজও অশ্রুসিক্ত!
আজও ব্যথিত,
পঁচাত্তরের বিভীষিকায়!
জাতী আজও কম্পিত!
যেখানে বিশ্বাসঘাতকতা তুমার সাথে
হে বাঙ্গলির পিতা!
তারা হয়তো কলঙ্কিত
হবেনা কি জারজ?
জন্মই তাদের বৃথা।
সমবেদনা জানাব কি করে!
কলঙ্কিত মুখে
যে ছিল নব্য জন্মদাতা স্বাধীন বাংলাদেশের
তাকেই করেছে হত্যা!
তবুও বলছি বিধাতার তরে
রাখে যেন তুমাই শহীদের দলে।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬
মুন্না সন্দ্বীপী বলেছেন: বুঝলামনা ভাই!
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: টাইপো আছে।