![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***অবিশ্বাস্য হাতি হত্যার বিচার***
মানুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে, একজন বা বহুজন মানুষ হত্যা করা হলে তদন্ত টিম তো দূরে থাক নাম নমুনা ও থাকেনা আর একটা হাতির জন্য ৮৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।আবার তাদেরকে আগামি ৪৮ ঘন্টার মাঝে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এটাকি ইন্ডিয়ার হাতি বলে এমন! নাকি আমরা বাঙ্গালী বলে??
২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
সম্ভব না হলে, বানরের ছদ্মবেশে, ভারত থেকে সিলেট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২০
দিস ইজ ইব্রাহিম বলেছেন: চাঁদগাজি সাহেবের লাগল কেন?
৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯
মুন্না সন্দ্বীপী বলেছেন: আমি কারো সার্পটের কখা বলছিনা,শুদু বলছি বাংলাদেশে কেন এমন হবে!? হাতি মরলে বিচার হয়,কিন্তু মানুষ মরলে কেন নয়? মানুষের কি হাতি সমান দাম নেই?
৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০১
বিলুনী বলেছেন: বিষয়টা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে। বিবিসি কভারেজ দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । দুনিয়ার সকল বন্যপ্রাণী রক্ষা সংস্লিস্টদের দৃস্টি আকৃস্ট হয়েছে । হাতিটির আদিবাস অন্য একটি দেশে । এটা নিয়ে দেশ বিদেশে বেশ আলোরণ হয়েছে । এটার মৃত্যুর জন্য দেশের সরকারকে আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি জবাবদিহি হতে হবে । একে যথাযথভাবে আন্তর্জাতিক মিডিয়ায় গ্রহন যোগ্যতা ও বাংলাদেশর ব্যপক প্রচেষ্টা রয়েছে বলে দেখানোর প্রয়োজন আছে। যে কোন বোদ্ধাই এটা বুঝবে । ভারত বিরুধিতায় কতকের মগজ ধোলাই এমন পর্যায়েই গেছে যে তা কল্পনাই করা যায়না । চাঁদ গাজী যতার্থই বলেছেন । এখন দেখার পালা এই মরা হাতীর পিছে আর কত মশা মাছি ভন ভন করে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
একটা ভারতীয় পাসপোর্ট করে নেন, আপনার দাম বেড়ে যাবে