নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বদেশপ্রেম এবং বাস্তবতা প্রকাশের চেষ্টা করি। অবসর সময় কবিতা লিখা একটা অভ্যাসে পরিনত হয়েছে। চেষ্টা করি সবাইকে ভালবাসতে এমন কি ভাসিও,কিন্তু কাছের মানুষ যখন দুঃখ দেয় তখন কেমন লাগে সেটা বলে বুঝাতে পারবনা।হবে হ্যাঁ সবসময় সত্যের জন্য সব সময় লিখব,যতই বাধা আ

মুন্না সন্দ্বীপী

মুন্না সন্দ্বীপী › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন ধর্মের এক জাতি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

ভিন্ন ধর্মের এক জাতি
- মুন্না সন্দ্বীপী

তুমি হিন্দু-আমি মুসলমান এটাই শুধু ব্যবধান
তুমি বাঙ্গালী আমি বাঙ্গালী সর্বত্রে এটাই সমান।

সে বৌদ্ধ তারা খ্রিষ্টান সবাই স্বাধীন জাতি
সবাই তো বাঙ্গালী বাংলাদেশী বাংলা মায়ের সন্তান।

আমার মসজিদ তোমার মন্দির সবেই তে হয় উপসনা,
রাত পোহালে চোখা চোখি একই গ্রামে দেখা।

তার গির্জা তাহাদের বিহার সবেই তো একই সুতাই গাঁথা
একই মনের ভিন্ন ধারা, বাঙ্গালির অতিহ্যে সাড়া।

তোমাদের ভগবান- আমাদের রহমান- তার গড- তাদের ঈশ্বর
যিনি সার্বজনীন সর্ব শ্রেষ্ট- তিনি পরম আত্মা অবিনশ্বর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

মুন্না সন্দ্বীপী বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.