![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃঢ় প্রতিজ্ঞা
আনন্দিত কণ্ঠে বর্ণিত, দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে উপস্থাপিত স্বাধীনতা,
লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলার প্রবল আনন্দধ্বনি ;
হিংস্রতার বলে রাজাকারে বৈধতা, অপমানিত মুক্তধারা ।
তুষারশুভ্র রুপে শাসক মোল্লা, উন্মুক্ত তাদের মহড়া ,
অর্থ লোভী পটুতা মানস মশায়, অর্জিত অর্থে আজ দিশহারা ;
সবই তো আজ মুক্ত, ভালবাসার অন্তরায় অপশক্তি ধ্বংসিত।
একাত্তের হাওয়া বইছে কানায় কানায় আঙ্গিনায়,
রক্তিম সূর্য পূর্ব দিগন্তে আশার আলো ছড়ায় ;
আবারো স্বরণ করিয়ে দেয় পঞ্জিকা শেষের মধ্য পাতায়,
আজ তোমাদের রক্তে ফলানো ফসলের উদিত দিন।
লক্ষ শহীদের রক্তেরাঙ্গা আমার মায়ের কান্নাধারা ,
বোনের কলঙ্কিত দেহের হাঙ্গামা,ভাইয়ের জয়ের ক্ষুদা ,
নরপশুদের ভোগের স্পৃহা স্তমিতকরে এনেছে স্বাধীনতা।
আজ তো জয়ের ধ্বনি বইছে চারদিকে,বহিবার কথা।
যত দুঃখ,হারানো বেদনা সবই আজ নগন্য আসেছে যে স্বাধীনতা।
স্মরণ করি আজি লক্ষ শহীদের প্রতি, যাদের রক্তে গ্রথিত বাংলা।
দৃঢ়মূল প্রতিজ্ঞা, রক্ষা করব মোরা তোমাদের রক্তের পবিত্রতা।
©somewhere in net ltd.