নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বদেশপ্রেম এবং বাস্তবতা প্রকাশের চেষ্টা করি। অবসর সময় কবিতা লিখা একটা অভ্যাসে পরিনত হয়েছে। চেষ্টা করি সবাইকে ভালবাসতে এমন কি ভাসিও,কিন্তু কাছের মানুষ যখন দুঃখ দেয় তখন কেমন লাগে সেটা বলে বুঝাতে পারবনা।হবে হ্যাঁ সবসময় সত্যের জন্য সব সময় লিখব,যতই বাধা আ

মুন্না সন্দ্বীপী

মুন্না সন্দ্বীপী › বিস্তারিত পোস্টঃ

একুশের চেতনা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

একুশের চেতনা
- মুন্না সন্দ্বীপী

একুশ তুমি ছোট্ট বাবুর বু বু শব্দ
একুশ তুমি বুকফাটা কান্নার বিংশ শতাব্দ,

একুশ তুমি মা'মা' বলার প্রথম ধ্বনি,
একুশ তুমি "মাতৃভাষা বাংলা চাই" একটাই বাণী।

একুশ তুমি শ্রীঘরে অভুক্ত রাত্রি,
বঙ্গবন্ধু আর মহিউদ্দিনের অন্ত পথের যাত্রী।

একুশ তুমি প্রভাত থেকে সায়াহ্ন অব্দি,
মায়ের ভাষায় কথা শুনা বাংলা বুলি।

একুশ তুমি ঊষার প্রভাত রাঙ্গা জয়ের ধ্বনি,
বাংলায় কথা বলি বাংলা তোমায় ভালবাসি।

একুশ তুমি বসন্তের নব হাওয়ার চেতনা,
নব্য উল্লাসে উদিত বাহারী নতুন পাতা,

একুশ তুমি ফাল্গুনের কৃষ্ণচূড়ার রাঙ্গা ফুল,
পাখির কিচিরমিচির কোকিলের মধুরও সুর।

একুশ তুমি দুই হাজার সালের নব প্রভা
ইউনেস্কর সুরে বিশ্ববুকে নতুন করে জেগে উঠা।

একুশ তুমি শহীদ মিনারের একাদশ খুঁটি,
লক্ষ জনতার হাতে ধরা প্রভাতের ফুলের ঝুটি।

একুশ তুমি কবিতা,কবির মুখের বুলি,
তুমি আমার প্রকাশ, আমি তোমাই ভালবাসি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর একটা একুশের কবিতা পড়লাম। কবির প্রতি কৃতজ্ঞতা।

শহীদ যাঁরা তাঁদের জন্যে
স্থান হৃদয় জায়নামাযে জানাই শ্রদ্ধা সম্মান।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৮

মুন্না সন্দ্বীপী বলেছেন: ধন্যবাদ প্রিয়, শুভেচ্ছা জানবেন, সাথে থাকবেন, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.