নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বদেশপ্রেম এবং বাস্তবতা প্রকাশের চেষ্টা করি। অবসর সময় কবিতা লিখা একটা অভ্যাসে পরিনত হয়েছে। চেষ্টা করি সবাইকে ভালবাসতে এমন কি ভাসিও,কিন্তু কাছের মানুষ যখন দুঃখ দেয় তখন কেমন লাগে সেটা বলে বুঝাতে পারবনা।হবে হ্যাঁ সবসময় সত্যের জন্য সব সময় লিখব,যতই বাধা আ

মুন্না সন্দ্বীপী

মুন্না সন্দ্বীপী › বিস্তারিত পোস্টঃ

একটি বাংলাদেশ

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

একটি বাংলাদেশ

- মুন্না সন্দ্বীপী
পলাশীর প্রান্তরে মীরজাফরের চক্রান্তে হারিয়েছি তোমায়।
রক্ত দিয়েছি বারে বারে তোমায় পব বলে,পাইনি তো সেথায়।

কত শত বছর শুষিত তুমি ভদ্র সমাজের কলঙ্কিত ঠাই
সাতচল্লিশে হাঙ্গামায় দুই চক্ররের মহরায় এসেছিলে সেথায়।

তোমায় পেয়েছি খুঁজে, বায়ান্নের দুপুরে
সালাম,রফিকের জব্বারের রাঙ্গানো দেহে।

ছেষট্টির প্রস্তাবে তুমি ছিলে নিহিত মুক্ত কণ্ঠের ধারায়।
সত্তরের নির্বাচনে গথিত হয় তোমায় ফিরে পাওয়ারর আশায়।

মার্চের ঝাঁঝালো বানী শুনিত কণ্ঠে জয়ধ্বনি,
তোমায় পেতে সব দিতে, হয়েছিল রাজি।

নয় মাসের রক্ত বর্ষন লক্ষ শহীদের মুক্ত জীবন
লক্ষ মায়ের নয়ন আঁখি উর্বর করেছিল তোমার মাটি।

ডিসেম্বরের মধ্যমাসে চারদিকে জয় জয় জয়ধ্বনি!
যত হারানো বেদনা লোকায়িত হৃদয়ে উচ্ছাসিত বাণী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩১

অতঃপর হৃদয় বলেছেন: ভাল ছিল।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৩

মুন্না সন্দ্বীপী বলেছেন: ধন্যবাদ ,শুভেচ্ছা নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.