নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বদেশপ্রেম এবং বাস্তবতা প্রকাশের চেষ্টা করি। অবসর সময় কবিতা লিখা একটা অভ্যাসে পরিনত হয়েছে। চেষ্টা করি সবাইকে ভালবাসতে এমন কি ভাসিও,কিন্তু কাছের মানুষ যখন দুঃখ দেয় তখন কেমন লাগে সেটা বলে বুঝাতে পারবনা।হবে হ্যাঁ সবসময় সত্যের জন্য সব সময় লিখব,যতই বাধা আ

মুন্না সন্দ্বীপী

মুন্না সন্দ্বীপী › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা ও ধর্ম বনাম সৃষ্টিকর্তা

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

প্রথমে বলেরাখছি ধর্ম নিয়ে বারাবারি করছিনা, শুধুমাত্র উত্তরগুলোর জানার জন্য আমার ফেসবুক থেকে সংগৃহীত এ ব্লগ। পারলে জানাবেন। আর হ্যাঁ আমি কিন্তু একদম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা পছন্দ করিনা।

রিগবেদ অধ্যায়-৩, খন্ড-৩১, শ্লোক: ১-২ ‘‘
পিতা তার মেয়ের সাথে অশ্লীলকর্মে
লিপ্ত’’ এছাড়া মা- ছেলে দূষ্কর্ম,
এমন বিশ্রি বনর্না যেই গ্রন্থে তা কি
করে সৃষ্টিকর্তার বানী হতে পারে?

শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে মারা
যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয়
একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়
তার স্ত্রীর দুধ দিয়ে শিবের
গোপন অঙ্গ ধৌত করে? এটা কি
সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য? এমন কুরুচিপূর্ন
আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন?

শিব তার নিজের ছেলে গনেশকে
চিনতে পারেনি গর্দান কেটে
ফেলেছিলেন তাহলে তিনি তার
সৃষ্টিকে কি করে চিনবেন? ভুলে
যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য?

দেবদাসীর ও যোগিনীর মত পতিতা
চরিত্রের সাথে ভগবান ওব্রাহ্মনগন কি
করে অশ্লীলকর্মে লিপ্ত হন? যদি তারা
প্রকৃতার্থে ভগবান হয়ে থাকেন।

কিভাবে রাম
সৃষ্টিকর্তা হতে পারে কারন সে
প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম
গেছে, বিয়ে করেছে
দৈহিকতারনায়, রাম নিজের স্ত্রীকে
সন্দেহ করেছে এসব কি সৃষ্টিকতার কর্ম?

যদি রাম সৃষ্টিকর্তাই হন কেন তিনি
হনুমানের সাহায্য চাইবেন? তাহলে
কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি আছে?

রাম হনুমানের দু’ভাইকে কেন অকারনে
খুন করলেন যেখানে রামের সাথে
তাদের কোন শত্রুতা ছিলনা?
সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব?

রাবন যদি শয়তান হয়ে একদিনে
লঙ্কায় পৌছাঁতে পারে তবে রাম
সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো
তাও আবার হনুমানের সাহায্যে?
শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি
করে বেশি হওয়া সম্ভব?

গরু হিন্দুদের মা,গরুর পেট থেকে তো গরুর
বাচ্চা হয় মানুষের বাচ্চা তো হয়না
তাহলে গরু কি করে মানুষের মা হয়?

গরু তাদের মা, তাই তারা দুধ খায়,
গোশত খায়না। অথচ ঐ মায়ের চামড়া
দিয়ে জুতা বানিয়ে তা পায়ে দেয়।
কেনো মায়ের এই অমর্যাদা?

গরুর চামড়ার ঢোল না পিটালে তাদের
পূজা হয়না, গরুকে হত্মা করে তার
চামড়া দিয়ে ঢোল বানাতে হয়।
কেনো মায়ের এই পরিনতি?
এই প্রশ্ন গুলোর উত্তর কারো জানা থাকলে আমাকে জানাবেন।......

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

জাহিদ হাসান বলেছেন: পোস্ট রিপোর্টেড!

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

এম আর তালুকদার বলেছেন: পোষ্টটি প৿যবেক্ষনে রাখলাম ।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ১। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন বিষয় আলোচনা না করাই ভালো।
২। প্রশ্নগুলির সঠিক উত্তর তিনিই দিতে পারবেন, যিনি এই বিষয়ে প্রকৃত গভীর জ্ঞান রাখেন।
৩। কোন সূত্র উল্লেখ না করেই একের পর এক বিষয়ের অবতারণা করা হয়েছে।
৪। প্রশ্নগুলির কোন প্রাসঙ্গিকতা নাই বলে মনে হয়
৫। অন্য ধর্মের সমালোচনা না করে, আমরা আমাদের ধর্ম নিয়ে আলোচনা করতে পারি।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

মুন্না সন্দ্বীপী বলেছেন: স্যরি, আমি প্রথমে বলেছি সমালোচনা করছিনা, ব্লগে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে, শুধুমাত্র সঠিক উত্তর জনার জন্য এটি পোষ্ট করলাম, জানা ব্যতিত আমার অন্য কোন উদ্দেশ্য ছিলনা, নেই এবং থাকবে ও না। কোন বিষয় জনতে চাওয়া তো অপরাধ না!!

৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: কমেন্ট তিনটা পঠিত ১২২৭ বার। বাহ্।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

আমার আব্বা বলেছেন: Hindu sala kutta / dog. They are devil. Hinduism debota are devil. So they are devil. They have no divine book. 104 divine books . All the best holly quren . I know best Hindu sala kutta./dog .sala black swine . This is solved. This is simple . Sala malu Worship siblings. Sala kutta means dog. Malu means kutta.

৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

Nok Naim বলেছেন: ধর্মীও অনুভুতিতে আঘাত হানার মতো একটি পোষ্ট...পোষ্ট রিপোর্টেড... ব্লগার সাহেব প্লীজ পোষ্টটি ডিলিট করুন...যদি ডিলিট না করেন তাহলে অনুরোধ থাকলো, যারা এই পোষ্টটি দেখছেন, প্লিজ সামুর টিমের কাছে রিপর্ট করুন...

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: " All the best holly quren." বলে যে অন্য ধর্মকে গালি দিয়েছে সে আসলে পবিত্র কুরানকেই গালি দিয়েছে। আল্লাহ গালিগালাজ করতে নিষেধ করেছেন। যে আল্লাহ আদেশ অন্যান্য করল, সে কে?
সে কি কোরানকে ভালো বাসে, আল্লাহকে ভালো বাসে, নবীজিকে (স.) ভাল বাসে?

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৭

আবু তালেব শেখ বলেছেন: কিছুই মাথায় আসেনা

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

আমার আব্বা বলেছেন: কারও ধমীয় অনুভূতিতে আঘাত দিতে আমার ইচ্ছে করেনা । আমার প্রশ্ন যখন আমাকে কুত্তা বলে তখন সেটা হিন্দু ধমের পুণ হয় কি ? ছ্যা ছ্যা ছ্যা ছ্যা গায়ের ছোঁয়া লাগবে গরু খাওয়া ছেলে । @মোহাম্মদ আলী আকন্দ বলেছেন

১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ভাই প্রথমেই আমার প্রশ্ন - আপনি হিন্দু নাকি মুসলিম ? আপনার নাম "মুন্না সন্দ্বীপী" নিয়ে একটু সংশয় রয়েছে। যদি আপনি হিন্দু হয়ে থাকেন তবে কিছু বলার নাই। আর যদি মুসলিম হয়ে থাকেন তবে বলবো- ধর্মে মহান আল্লাহ্‌ বলেছেন "যার যার ধর্ম সে সে পালন করো" ।
এখন আমার কথা হল - ভাইজান, তারা তাদের ধর্মে কি করছে বা করবে সেটা তাদের ব্যাপার । আপনি বলছেন আপনি জানার জন্য এই পোস্ট লেখেছেন, ভাই জানার জন্য এতো জায়গা থাকতে ব্লগ বেছে নিলেন কেন ? আপনার এলাকার মসজিদের ইমাম অথবা কোন জ্ঞানী মানুষের কাছ থেকে জানতে পারতেন ! এভাবে ব্লগে জানতে চেয়ে আপনি অসংখ্য হিন্দু ধর্মের অনুসারিদের ধর্মীও অনুভুতিতে আঘাত করেছেন। তারা আপনার এই কথা তো মানবেই না বরং মুসলমান ধর্মের গায়ে কালি মাখাবে। আমি মনে করি আপনাদের মতো মানুষগুলোর জন্যই আমাদের নবীজি কে নিয়ে তারা বেঙ্গ করার সুযোগ পায় । অন্যের ধর্ম নিয়ে জানতে চাচ্ছেন ? বলি নিজের ধর্ম নিয়ে কতটুকু জানেন ? প্রশ্ন থাকলো ।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

মুন্না সন্দ্বীপী বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই,
১।. সাধারণত ব্লগে প্রতীকী নাম ব্যবহার করা হয়।
২। ব্লগ-ই হল আলোচনা- সমালোচনার অন্যতম মাধ্যম।
বিশেষত আমাদের একটা বাজে অভ্যাস হল ধর্ম সম্পর্কে কোন সত্য তথ্য দিলে আমরা সেটাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হিসাবে অহেতুক দোষারপ করি।
কেন? সাধারণ কিছু বিষয় আমি আপনি এমনকি সকলকে জানা জরুলি, যেটা আমাদের কে অবশ্যয় জানতে হবে।
৩।সৃষ্টিকর্তা সকলের একজন-ই মুসলিম, হিন্দু,বৌদ্ধ বা খ্রিষ্টানেরর জন্য তো আলেদা কোন সৃষ্টিককর্তা নইয়! তাহলে কেন আপনি সৃষ্টিকর্তার নামে এমন অশালীন আচরন বা চরিত্র মেনে নিবেন?
৪। সঠিক বিষয় জানিয়ে দেওয়া মুসলমানের একান্ত কর্তব্য।আর নবীজজি কে গালি দিলে তো আপনাদের গা আর ঝলেনা বরং সে ব্যক্তি কে আরো মাথাই তুলে নাচেন, আর সমালোচনার মুখোশ পড়ে উড়িয়ে দেন। কিন্তু আপনাদের মত দালালদের জন্যই আজ ইসলামের এমন অবস্থা,,বাকিটা বুঝে নিবেন।
৫। আমার ধর্ম ইসলাম সম্পর্কর যথেষ্ট জানা আছে, যতটুকু জানলে আমি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা যায়। আপনার জানার প্রয়োজন থাকলে বলিয়েন, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি বলার চেষ্টা করব।
আবারও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অই বেরাদার প্রথমত- আপনি হিদু না মুসলিম হেইডা কন নাই!! দ্বিতীয়ত- সৃষ্টিকর্তা সম্পর্কে এবং দুনিয়া সম্পর্কে আপনার বিশদ জ্ঞান থাকায় নিজেকে আপনার সাথে তর্ক যুদ্ধের অনুপযুক্ত মনে করছি আপনার মত নিচু জাতের মানুষের সাথে এই তর্কের ইতি টানছি। এবং তৃতীয়ত - আপনাকে কোন প্রকার অপমানজনক উপাধি না দেয়া সত্ত্বেও আপনার কাছ থেকে "দালাল" উপাধি পেলাম। এজন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি রিপোর্টও করেফেল্লাম । ধন্যবাদ জানাতে না পারলেও ধিক্কার জানাতে ভুল করছিনা আপনাকে।

১২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

এম আর তালুকদার বলেছেন: পর্যবেক্ষণ শেষ করলাম। সবার মন্তব্যের প্রেক্ষিতে বুঝতে পারলাম একমাত্র ইসলাম ছাড়া কোন ধর্ম নিয়ে প্রশ্ন করা বা জানতে চাওয়া যাবেনা। লেখকের প্রতি অনুরোধ আপনি এই ব্লগের সু-শীলদের (ভাল নাপিত) কাছে না জানতে চেয়ে বই সংগ্রহ করুন। ধন্যবাদ।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: বেপ্পক পর্যবেক্ষণ শেষে, সবাইকে নাপিত ঘোষণা করে দুর্দান্ত এক সমাধান দিলেন @এম আর তালুকদার সাহেব। খাটি গরুর দুধ পেলে আপনাকে সম্মানী গোসল দিতাম। যাইহোক আপনি যদি ব্লগের এডমিন প্যনেলের কেউ হয়ে থাকেন তবে মর্মাহত হলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.