![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।
খোদা প্রেম রচিয়াছে—
আদি আকাশের নীলের অতলে,
নক্ষত্রের দীপ্তিতে, বায়ুর নিঃশ্বাসে,
সমুদ্রের জোয়ারে, বনপাখির গানে,
শিউলির শিশির-ভেজা সুবাসে!
এই প্রেম হিমালয়ের অটলতা,
এই প্রেম নদীর মুগ্ধ গীত,
এই প্রেম হৃদয়ের গভীরতম মসজিদ!
প্রতিটি পবিত্র কর্মই সালাত,
আলোকিত শুদ্ধতম প্রার্থনা,
চোখের অশ্রুতে নতজানু আত্মা,
বৃক্ষের ছায়ায় ক্লান্ত পথিকের বিশ্রাম,
মায়ের কপোলে সন্তানের চুম্বন!
যেখানে প্রতিটি হৃদয় নত হয়
এক অনন্ত মিনার হয়ে,
প্রভুর ধ্যানে, প্রেমের স্পন্দনে!
কুপ্রবৃত্তি দগ্ধ করাই রোজা,
লোভ-ক্রোধ-অহংকারের শৃঙ্খল ছিন্ন করা,
মনের অন্ধকার থেকে আত্মার মক্কায় ফিরে আসা!
এ সংযম জ্যোৎস্নায় ধোয়া পদ্মফুল,
এ সংযম উষ্ণ মরুপ্রান্তরে
এক পশলা অনুগ্রহের বৃষ্টি!
নিজেকে নিজে চেনাই তো হজ্ব,
নিজের অন্তরলোকে খোদার আরশ খুঁজে নেওয়া,
পৃথিবীর শোরগোলে আত্মার মসজিদ রচনা!
তাওয়াফ চলে—
সময়ের ঘূর্ণনে, জীবনের পরিক্রমায়,
লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক।
মানব কল্যাণে নিজেকে বিলানোই যাকাত,
অন্নহীনের পাতে রুটির নরম স্পর্শ,
শিশুর চোখের জল মোছা নরম আঙুলের উত্তাপ!
যেখানে দানের অর্থ হয় না শুধু সোনা-রুপো,
বরং এক পবিত্র নিঃশ্বাস,
একটি প্রার্থনা, একটি স্নেহস্পর্শ,
একটি অসীমের আলিঙ্গন!
দুনিয়ার মোহ ত্যাগই কুরবানী,
স্বার্থের পশুকে নিজের ভেতরে জবাই করা,
লালসার কোলাহলে আত্মাকে প্রশ্নবিদ্ধ না হতে দেয়া!
এ বলিদান নক্ষত্রের মতো দীপ্ত,
এ বলিদান শ্রাবণের প্রথম বৃষ্টির মতো পবিত্র,
যেখানে আত্মা হয়ে ওঠে এক প্রজ্জ্বলিত বাতিঘর!
নিজের শুদ্ধ চিন্তায় ফোটে কোরআন,
যেখানে প্রতিটি ভাবনা আলোর পথচিহ্ন,
প্রতিটি শব্দ—একটি গভীর উপলব্ধি,
প্রতিটি বাক্যে—এক একটি পবিত্র কালাম!
যেখানে বোধের মসনদে স্থাপিত হয় সত্যের মিনার,
আর প্রেমের ভাষায় ধ্বনিত হয়—ইক্রা!
নিজের যত্ন নেওয়াটাই ইবাদত,
দেহের পবিত্রতায় অন্তরের পুণ্য আরোপ,
চোখের তারায় স্বচ্ছতার দীপ্তি,
মননের নীরব সাধনায় আত্মার তৃপ্তি,
এ তো স্রষ্টার সৃষ্টির সুরক্ষা,
এ তো রুহের রমজান, এ তো ঈমানের ওজু!
পরিশুদ্ধ অন্তরই কাবা,
যেখানে শয়তানের কুহেলিকা গলে যায়,
যেখানে অহংকার পরিণত হয় তাওয়াফের ধূলিকণায়,
যেখানে প্রেম হয়ে ওঠে ইবাদতের শিখর!
পরমের ধ্যানই জিকির,
নিঃশ্বাসে প্রশ্বাসে ধ্বনিত হয়—
লা ইলাহা ইল্লাল্লাহ!
এ ধ্যান বিশুদ্ধ নদীর প্রবাহ,
এ ধ্যান আলোর জ্যোতির্ময় মসজিদ,
যেখানে আত্মা হারিয়ে যায়,
আবার নিজেকেই খুঁজে পায়!
সর্ব জীবের কল্যাণ কামনাই মনুষ্যত্ব,
মানবতার তরে হৃদয়ের অর্ঘ্য,
এ শুধু দান নয়, এ শুধু দয়া নয়—
বরং সমুদ্রসম এক ভালোবাসার বিস্তার,
যেখানে কেবল সত্য প্রবাহিত হয়,
যেখানে কেবল প্রেম বেঁচে থাকে!
০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৭
মুনতাসির রাসেল বলেছেন: ধন্যবাদ আপনাকে!
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৮
মুনতাসির রাসেল বলেছেন: ধন্যবাদ আপনাকে!
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩১
Sulaiman hossain বলেছেন: মাশাআল্লাহ। সুমুদ্রকে কবিতার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে