![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ
আমার নিক কোথায়? খুঁজে পাইতেছি না :-(
উল্লেখ্য, আমার নিক ইংরেজি অক্ষরে থাকায় কিছুদিন আগে সামুতে নিক পরিবর্তন করার অভিযোগ করে মেইল করি। তারা আমাকে রিপ্লেতে মেইল করে জানায় যে নিক পরিবর্তন করা হয়েছে। কিন্তু এখন তো দেখি আমার নিক গায়েব। গতকাল আমি আবারও মেইল করেছি যে নিক খুজে পাইতেছি না তারা কোনো রিপ্লে দেয় নাই।
এখন আমার করণীয় কি?? দয়া করে জানাবেন।
অগ্রিম ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
জাহাজী বলেছেন: হাইসেন আপুনি আমি কান্দি মরি যাই। ভিতরটা ধুকপুক ধুকপুক করতাছে, এখন তো নিক গেছে একটু পর যদি একাউন্টাই চলে যায়
২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজকে "লেজকাটা বিড়াল" বানালেন, আমি কমেন্ট করলাম; এখন দেখছি আপনার লেজ আছে, আমার কমেন্ট নেই!
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪
জাহাজী বলেছেন: আপ্নে ভালা না
৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আপ্নে মিয়া মানুষ না ভূত দ্বিধায় পড়ে গেলাম!
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০
জাহাজী বলেছেন: আমি নিজেই বুঝতেছি না আমি কি :-(
৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
ভবঘুরের ঠিকানা বলেছেন: হাসতে হাসতে শেষ !!!
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১
জাহাজী বলেছেন: আমি খুঁজতে খুঁজতে শ্যাষ
৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
কালীদাস বলেছেন: ভাল মুসিবত! দেওয়ানবাগীর হুজুরের দরবারে যাওয়া ছাড়া তো গতি দেখি না মডারেটর, ডেভোলপারদের ইনভাইট করে নিয়ে যান, পরে ফিরে এসে একটা ভ্রমণ পোস্ট দিয়ে দিয়েন
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩
জাহাজী বলেছেন: মাত্র পাগলা পীরের মাজার থেকে একশ এক টাকার বলি দিয়া আইলাম, কাম তো হইল না।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্টের শেষ কমেন্টটি আপনার ছিল। সেখানেই বিষয়টা প্রথম নজরে আসে।
MuntasirTheSailor , আপনার সমস্যাটির আশু সমাধান কামনা করছি।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১
জাহাজী বলেছেন: জ্বি ভাইজান।
আপনার নতুন লেখা পাইছি। পড়মু কিন্তু কিছু কমু না আগে বেপারটার সমাধান হোক।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
শায়মা বলেছেন: ৫. ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৩ ০
কালীদাস বলেছেন: ভাল মুসিবত! দেওয়ানবাগীর হুজুরের দরবারে যাওয়া ছাড়া তো গতি দেখি না ) মডারেটর, ডেভোলপারদের ইনভাইট করে নিয়ে যান, পরে ফিরে এসে একটা ভ্রমণ পোস্ট দিয়ে দিয়েন
হা হা হা ভাইয়া মিলাদ দাও। মিলাদে বিরিয়ানী না দিলে আর ভুত তোমার ঘাড় থেকে নামবে না !!!!!!!! ভুতটা নামলেই ওর পেট থেকে তোমার নিক বের করে আনবো!!!!!!
১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
জাহাজী বলেছেন: শায়মাপু, আজ বাদ আছর মিলাদ। আপ্নেও আইসেন সাথে সামুর মডু-ফডু, ফুত-টুত যা আছে ধরে আইনেন। নিক ছাড়া নিজেকে কেমন জানি ন্যাংটা ন্যাংটা লাগতেছে।
৮| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এমন ঘটনা এর আগে ঘটতে দেখিনি। সম্ভবত কারিগরি সমস্যা। সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০
জাহাজী বলেছেন: আমিই প্রথম
ধন্যবাদ আপনাকে।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪
শান্তি পীর বলেছেন: ধৈর্য ধর। সব পাবি। উপরওয়ালা তোর আর তোর নিকের মঙ্গল করুন।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
জাহাজী বলেছেন: জয় পীর বাবার জয়
১০| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
অগ্নি সারথি বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
জাহাজী বলেছেন: বলেন তো আমার নাম কি
১১| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬
আলগা কপাল বলেছেন: আপনার তো বেশ মজা হওয়ার কথা। কাঁদতেছেন কেন? নিক ছাড়া ব্লগার! বেশ মজা হওয়া উচিত।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
জাহাজী বলেছেন: হাহা, বাকি সবার থেকে আলাদা
১২| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
নামে কি আসে যায়, ফলে পরিচয়
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
চিন্তক মাস্টারদা বলেছেন: আন্নের মিঁয়া এক্কান হাডা কহাল!
এমন কহাল কয়জনের?!
শিন্নি মাংগো!
কর্তিহক্ষরে দাওয়াত দিও! হয়তো শিন্নি খেয়ে মন গলতে হারে!!
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫
জাহাজী বলেছেন: কি কইলেন পড়তে দাত ভাঙ্গি যায়
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: কোন সমাধান হলো
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪
জাহাজী বলেছেন: যেই লাউ সেই কদু
আবার ইংরেজি অক্ষরের নিক করে দিলো
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
ডঃ এম এ আলী বলেছেন: এটা একটা ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম । নিক ইংরেজীতে হলে বাংলা ইংরেজী ফন্টের ঝামেলা থেকেতো রক্ষা
তবে কামনা করি বাংলা নিক ফিরে পান, সায়মাপুর কথামত মিলাদ দিলে ভাল সুফল দিবে, পীর ফকির সাধুর দরবারে ঘুরাঘুরীতে তেমন ফল হবে বলে মনে হয়না ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
জাহাজী বলেছেন: আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন... ইংরেজি নিকই থাক। আর বদলাব না
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৬
চিন্তক মাস্টারদা বলেছেন: নামটা ত পরিবর্তন হয়ে গেল!
কেমনে কি?
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
জাহাজী বলেছেন: যাহা চাইছিলাল তাহা পাইলাম না তো
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
চিন্তক মাস্টারদা বলেছেন: কেমনে ভাই?
দুঃখটা কি শেয়ার করা পসিবল?!
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
চিন্তক মাস্টারদা বলেছেন: আমি বেবুঝ চাইছিলাম নিজেরটা পরিবর্তন করতে!
কেমনে করতে পাড়ি ভাই?
২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮
জাহাজী বলেছেন: পিসি ইউজার হলে উপরে দেখুন সহযোগিতা নামের একটি ড্রপডাউন মেনু আছে। এখান থেকে আপনার সমস্যার কথা জানান অপশনে গিয়ে প্রোফাইল কারেকশন সিলেক্ট করে আপনি ঠিক কি কারনে পরিবর্তন করতে চান তা লিখুন এবং কি নিক দিতে চান তাও লিখে দিন। নিচের ক্যাপচার ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করুন। উপরে দেখে নিবেন আপনার ইউজার নেম এবং ইমেইল ঠিক আছে কিনা।
সামুর মডুরা আপনার মেইলে রিপ্লে দিবে। কবে দিবে তা জানি না। কারণ আমি একবার মেইলের রিপ্লেই পাই নাই। একবার ২ দিন পরই পাইছিলাম আর শেষবার সপ্তাহখানেক বাদে।
মোবাইল ইউজার হলে আপনার ব্রাউজার ডেক্সটপ মোডে নিয়ে। এই লিংক থেকে ঢুকে উপরের দেয়া স্টেপস গুলো ফলো করুন। আশা করি হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫
শায়মা বলেছেন: হা হা হা
এমন ঘটনা মনে হয় এই সামু জীবনে প্রথম দেখলাম!!!!!!!
নিকের নিঁখোজ সংবাদ!
তোমার সেই নিক কি ছিলো ভাইয়া!!!
আর তুমি কি বানাতে গিয়েছিলে বলোতো!!!!!!!!!