নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত জীব তবে মানুষ হওয়ার চেষ্টায়

জাহাজী

ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ

জাহাজী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্যান্ডের প্রিয় গান - আসুন নস্টালজিক হই :-P

০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

অনেকদিন সামুতে আসা হয় না। আজ এসেই পরিচিত মুখগুলো দেখে নষ্টালজিক হয়ে গেলাম। এতেই মাথায় এক কুবুদ্ধি চাপল, নষ্টালজিক হয়ে একা হবো কেনো সবাইকে সাথে নিয়ে হবো। আমার ভিষণ প্রিয় একটা গান প্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর। অবশ্যই আপনাদেরও প্রিইয় :-P নিচে গানের লিরিক ও লিংক নিচে দেওয়া হলো।

গানঃ এভাবেও ফিরে আসা যায়
অ্যালবামঃ আর জানি না
ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

ফিকে হয়ে আসা অন্ধকার প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
ফিকে হয়ে আসা অন্ধকার প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা সশব্দে ছুটে চলে ট্রেন!



ফেলে আসা মুখগুলো ভোরবেলায় লুকোচুরি আর চোর চোর খেলায়
ফেলে আসা মুখগুলো ভোরবেলায় লুকোচুরি আর চোর চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা ঠেলে আমাকে কি কিছু বলছেন
বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়!

এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!

খুনসুটি গানহাসি মেয়ের দল ভালো লেগে গেল এই মফস্বল
খুনসুটি গানহাসি মেয়ের দল ভালো লেগে গেল এই মফস্বল
বিকেলে রোদ ছিল আর অনুরোধ ছিল আরেকটা বাউল শোনান!

কটকটি চেপটি ফুলঝুড়ি ডাকবে না নামগুলো বিচ্ছিরি
কটকটি চেপটি ফুলঝুড়ি ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে খিমচি বা খামচির অকারণ আদান-প্রদান
বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়!

এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!

আড্ডা বাগান শেষ হয় যখন কলকাতা কলকাতা মন কেমন
আড্ডা বাগান শেষ হয় যখন কলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে ধুচ্ছাই পাড়াগাঁয়ে ছাইপাশ জমা অ্যাশট্রে!

কানে লেগে থাকা সেই আর্তনাদ দুটো দিন থেকে গেলে পারত না
কানে লেগে থাকা সেই আর্তনাদ দুটো দিন থেকে গেলে পারত না
তাই আড্ডার ঠেকে হোক সাউথের লেকে হোক না জানিয়ে চলে যায় ট্রেন
চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি রিকশার ভীষণ তাড়ায়
হয়ত বা কোনদিন সে সাহস ফিরে পাব আগামীর কোন সংখ্যায়!

এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!
এভাবেও ফিরে আসা যায়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে সামুতে ফিরে আসায় আপনাকে অভিন্দন।
মাঝে মাঝে এভাবেই বার বার আমাদের মাঝে ফিরে আসুন।

২| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: বার বার ফিরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.