![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ? কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ
কারো প্রিয় মুভি জনরা থ্রিলার, কারো একশন আবার কারো রোমান্টিক ড্রামা, হরর, সাই-ফাই কিন্তু আমার প্রিয় জনরা ওয়্যার। আর এই ওয়্যার জনরার আইএমডিবিতে ৯ দশমিক ৬ জ্বি হ্যাঁ ৯.৬ রেটিং(৯৫ হাজার ভোটে) প্রাপ্ত ওয়্যার জনরার সেরা মুভি Dag & Dag II দেখে ফেললাম।
ওয়ার্ল্ড ওয়ার থেকে নিয়ে শুরু করে আমেরিকান-রাশিয়ান-জার্মান স্পেশাল ফোর্সের মোটামুটি সব মুভিই দেখেছি কিন্তু এই মুভির মতো ফিল পাই নাই। তুর্কিশ এই সিনেমার প্রথম সিক্যুয়েলে বরফ ঢাকা পাহাড়ে মিলিটারিতে সদ্য নিয়োগ পাওয়া বেকির আর অগুজের শত্রু থেকে বন্ধু হয়ে উঠার কাহিনি দেখায়। আর পরের সিক্যুয়েলে তুর্কিশ স্পেশাল ফোর্স MAK-8 এর একটি সিক্রেট মিশন যেখানে মাত্র ৭জন কমান্ড দুশ'র বেশি আইএসআইএস পিশাচদের নাকানি-চুবানী খাওয়ায়।
এই মুভি কেন দেখবেন? অন্যসব একশন ওয়্যার মুভিতে শুধু কোনো এক ঘটনা কেন্দ্রিক বা কোনো সিক্রেট অপারশনকে ঘিরে কিন্তু এই মুভিতে দেখবেন একজন কমান্ড হয়ে উঠার বিহাইন্ড দ্যা সিন একজন স্পেশাল ফোর্স অফিসারে শ্রম ত্যাগ নিষ্টা আর সাহসিকতা। সব দায়িত্বের বাহিরেও সৈনিকদের একটা নৈতিক দায়িত্ব আছে। আর সেটা হলো অস্তিত্ব বিপন্ন করে হলেও জনগনের কল্যাণ করা যা এই মুভিতে খুব নিখুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে কমান্ডদের খুনসুটি, যুদ্ধের ভয়াবতা আর নিরীহ গ্রামবাসীর বন্ধুসুলভ আচারন। আর বোনাস হিসেবে পাবেন তুরুষ্কের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ধাধাঁনো ভিএফক্স এর কাজ, অসাধারন ব্যাকগ্রাউন্ড মিউজিক।
"নিদারূন কষ্ট
একটু ক্ষোভ একটু ভালোবাসা
আর দিনশেষে একটা পরিপুর্ণ আত্মতৃপ্তি" নিয়ে মুভিটা হ্যাপি এন্ডিং হয়।
মুভির নামঃ The Mountain(2012) এবং The Mountain II(2016)
ডিরেক্টর: Alper Çağlar
স্ক্রিনপ্লে: Alper Çağlar
ভাষা: Turkish
লিংকঃ The Mountain ইউটিউবে পাবেন ইংরেজী সাবটাইটেল সহ। এবং The Mountain II এর গুগল ড্রাইভের লিংক দিলাম। আর এটার বাংলা সাব আছে যা সাবসিনে পাবেন।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
জাহাজী বলেছেন: সত্য কথা বলতে Dunkirk আমার বেশি ভালো লাগেনি, খুব স্লো। এই মুভি নিয়ে যতটা হাইপ ছিলো ততটা দিতে পারে নাই। passengers আর v for vendetta ভালো মুভি। বাকি দুটো দেখা হয় নাই।
২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো হলো Dunkirk বাদ। ভাই, একটা সুন্দর teenager দের উপযোগী মুভি সাজেস্ট করবেন
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
জাহাজী বলেছেন: হিন্দি মুভি Udaan দেখা হয়েছে?
৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
রাজীব নুর বলেছেন: মুভি রিভিউর সাথে যদি লিংকটা দিয়ে দিতেন।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
জাহাজী বলেছেন: এই নিন লিংক The Mountain
The Mountain II
৪| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০
জাহাজী বলেছেন: আমার বন্ধু রাশেদ
জীবন থেকে নেয়া
taare zameen par
Bekas (2012)
Pay It Forward (2000)
আপাতত এগুলাই মাথায় আসছে
৫| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৬
আল ইফরান বলেছেন: দেখি নাই এখনো, আপনার রিভিঊ পড়ে দেখার ইচ্ছে হচ্ছে।
ডানকার্ক ওভার-রেটেড মুভি, নোলান সাহেব এইটা বানাইছে অস্কার পাওয়ার ধান্দায়- তাই ওনার ক্রিয়েটিভিটির প্রতিফলন ঘটে নাই যেইটা দেখা গেছে ইনসমনিয়াক অথবা ইন্টারস্টেলার এ।
পোস্টের জন্য ধন্যবাদ।
০২ রা মে, ২০১৮ রাত ৯:২২
জাহাজী বলেছেন: রিভিউ ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম
ডানকার্ক এর ব্যপারে সহমত। নোলান সাহেবের মুভি বলেই এতো হাইপ ছিলো।
৬| ০৩ রা মে, ২০১৮ রাত ৩:০০
মুরাদ পাভেল বলেছেন: আপনার রিভিঊ পড়ে দেখার ইচ্ছে হচ্ছে।
০৩ রা মে, ২০১৮ ভোর ৪:০৮
জাহাজী বলেছেন: দেখে নিন। সময়-ডাটা কোনোটাই বিফলে যাবে না
৭| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই নিন লিংক The Mountain
The Mountain II
অনেক ধন্যবাদ।
৮| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮
মুরাদ পাভেল বলেছেন: মাউন্টেন ২ এর বাংলা সাবটাইটেল কিন্তু পেলাম না
১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৫২
জাহাজী বলেছেন: Dag-II বাংলা সাব
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আজকে when harry met sally দেখলাম, এই মুভিটা নিয়ে এত নাচানাচির কারণ দেখলাম না

গতকাল passengers
v for vendetta
people you may know দেখলাম
একটু পরে Dunkirk দেখতাম তবে আপনার লেখা চোখে পড়লো