নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগ্র পথিক

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।

অগ্র পথিক

সূর্যের সাথে হাঁটি আমি উদয় থেকে অস্ত , শহর ছেড়ে নগর পেরিয়ে সারাটা দিন ব্যস্ত । বন্ধু আমার পথের মানুষ বন্ধু আমি পথের পথেই লেখা ঠীকানা আমার পথেই খোঁজ মিলে বাউন্ডুলে...... আমি এক বাউন্ডুলে । প্রিয় মুখ গুলো হারিয়ে গেছে সৃতির পাতা থেকে আজকাল আর চাইনা কিছু নতুন করে পেতে ।

অগ্র পথিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের সৌরজগৎ

২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৪৯





 সূর্য, গ্রহ, ধূমকেতু, উল্কা, বামন গ্রহ, গ্রহাণু আর বিভিন্ন চাঁদ নিয়েই সৌরজগৎ গঠিত।

 সৌরজগৎ ৪ দশমিক ৬ বিলিয়ন বছর আগে গঠিত হয় বলে বিজ্ঞানীরা দাবি করেন।

 বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহকে অভ্যন্তরীণ গ্রহ বলে। এদের ‘টেরিট্রেরিয়াল গ্রহ’ বলা হয়। এরা তুলনামূলক ছোট আকৃতির এবং ধাতু ও শিলা দ্বারা নির্মিত।

 বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ বহির্গ্রহ প্রকৃতির। এদের ‘গ্যাস জায়ান্ট গ্রহ’ বলে। এরা আকারে বৃহদাকার। এরা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসে সৃষ্ট।

 পৃথিবীর আরও দুটি উল্লেখযোগ্য নাম হলো ‘নীল গ্রহ’ ও ‘টেরা’।

 গবেষকেরা ও জ্যোতির্বিদেরা ২০০৮ সাল পর্যন্ত সৌরজগতে পাঁচটি বামন গ্রহ শনাক্ত করেছেন।

 পাঁচটি বামন গ্রহ হলো: প্লুটো, সেরাস, এরিস, মেইকমেইক ও হাউমেয়া।

 সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুক্রই একমাত্র গ্রহ, যা কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সূর্যকে আবর্তন করে। এ ধরনের আবর্তনকে রেট্রোগ্রেড আবর্তন বলে। সূর্য, গ্রহ, ধূমকেতু, উল্কা, বামন গ্রহ, গ্রহাণু আর বিভিন্ন চাঁদ নিয়েই সৌরজগৎ গঠিত।

 সৌরজগৎ ৪ দশমিক ৬ বিলিয়ন বছর আগে গঠিত হয় বলে বিজ্ঞানীরা দাবি করেন।

 বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহকে অভ্যন্তরীণ গ্রহ বলে। এদের ‘টেরিট্রেরিয়াল গ্রহ’ বলা হয়। এরা তুলনামূলক ছোট আকৃতির এবং ধাতু ও শিলা দ্বারা নির্মিত।

 বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ বহির্গ্রহ প্রকৃতির। এদের ‘গ্যাস জায়ান্ট গ্রহ’ বলে। এরা আকারে বৃহদাকার। এরা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসে সৃষ্ট।

 পৃথিবীর আরও দুটি উল্লেখযোগ্য নাম হলো ‘নীল গ্রহ’ ও ‘টেরা’।

 গবেষকেরা ও জ্যোতির্বিদেরা ২০০৮ সাল পর্যন্ত সৌরজগতে পাঁচটি বামন গ্রহ শনাক্ত করেছেন।

 পাঁচটি বামন গ্রহ হলো: প্লুটো, সেরাস, এরিস, মেইকমেইক ও হাউমেয়া।

 সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুক্রই একমাত্র গ্রহ, যা কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সূর্যকে আবর্তন করে। এ ধরনের আবর্তনকে রেট্রোগ্রেড আবর্তন বলে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫৪

অগ্র পথিক বলেছেন: কত কিছুই যে অজানা রয়ে গেল ।

২| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৫৪

মাসুদ০১৯১ বলেছেন: একই লেখা দুবার কেন??

৩| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৩৬

অচিন্ত্য বলেছেন: অনেক ভাল লাগল। এই জগতটা আমার বিশেষ আগ্রহের। আশা করি এরকম আরো পোস্ট দেখব

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৮

অগ্র পথিক বলেছেন: অবশ্যই দেখবেন এই জন্য সাথে থাকুন । আর আপনার মত এই জগৎ টার প্রতি বিশেষ দুর্বলতা আছে । পড়ার জন্য ধন্যবাদ ।

৪| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২২

জিসান শা ইকরাম বলেছেন: মহাবিশ্বের কতকিছু অজানাই রয়ে গেল।

৫| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৪

জিসান শা ইকরাম বলেছেন: মহাবিশ্বের কতকিছু অজানাই রয়ে গেল।

৬| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৫

জিসান শা ইকরাম বলেছেন: মহাবিশ্বের কতকিছু অজানাই রয়ে গেল।

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩০

অগ্র পথিক বলেছেন: ঠিক বলেছেন ভাই ।

৭| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৬

বাজপাখি বলেছেন: কত অজানা রে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.