![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭৫০০ দ্বীপের দেশ ফিলিপাইন।প্রকৃতি অকৃপণ ভাবে এদের দিয়েছে সাগর, পাহাড় আর সবুজের সমারোহ। এই প্রকৃতি প্রেমিক আমার দেশ টাকে ভাল লাগতে খুব বেশী সময় লাগেনি। পেশাগত দায়িত্ব পালনের জন্যই আমাকে যেতে হয় এই দ্বীপ থেকে সেই দ্বীপে। ফিলিপিনোরা বেশ বন্ধু সুলভ। সপ্তাহের কাজের শেষে সহকর্মীরা মাঝে মধ্যেই নিয়ে যায় বেড়াতে, কখনও সাগর, কখনও পাহাড়ি ঝরনা , আবার কখনও দর্শনীয় স্থানে। আর শপিং মলে দল বেঁধে ঘোরা কেনা কাটা করা, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া সে তো নিত্য দিনের। এত কিছুর মাঝেও নিজের মাঝে শূন্যতা বিরাজ করে। অসংখ্য মানুষের ভিড়েও নিজেকে বড় একা লাগে। সারাক্ষণ মনটা আমার খুঁজে ফিরে মা, ভাই, বোন , স্ত্রী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, দেশীয় খাবার, দেশের ধুলো মাখা রাস্তা, বাংলা পত্রিকা নিয়ে চায়ের দোকানের আড্ডা,সব কিছু__।
বর্তমান সরকার যখন দেশকে ডিজিটালের স্বপ্ন দেখালেন, আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম এবার তাহলে শুধু কথা নয় এখানে বসেই দেখবো মা, ভাই বোন, স্ত্রী কে। দেশে ডিজিটাল অগ্রগতি শুরু হল, আমিও আমার স্বপ্ন বাস্তবায়ন শুরু করলাম, একটি ল্যাপটপ কিনে স্ত্রীকে দিয়ে আসলাম। ফিরে এসে শুরু করলাম যোগাযোগের চেষ্টা, কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। কারন আমার স্ত্রী পরিবার বাস করে মফঃস্বলের একটি গ্রামে (বনলতা সেনের শহর থেকে মাত্র ৬ কি.মি. দক্ষিনে) আর সেখানে তো ওয়াই ম্যাক্স বা দ্রুত গতির ইন্টারনেট নেই। সেল ফোন সিগন্যাল ও অতি দুর্বল। তারপরও মাঝে মাঝেই চেষ্টা করি যদি অনলাইন ভিডিওটা চালু হয়! অন্তত সেলফোন সিগন্যাল টা যেন একটু শক্তিশালী হয় সেই অনুরধ জানিয়ে বারদুয়েক ইমেইল করলাম গ্রামীণ ও রবি কে। উনারা উত্তরও দিলেন অতি আন্তরিক ভাবে চেষ্টা করছেন উল্লেখ করে। উনারাও হয়ত চেষ্টা করছেন (?) আমিও চেষ্টা করছি, কিন্তু ভিডিওটা আর চালু হয় না , শুধু চাকাই ঘোরে।
পাদটিকাঃ এই লেখাটি ফিচার আকারে প্রথম আলোয় প্রকাশিত হয় এপ্রিল ১৩,২০১৩ । এর পর কতদিন চলে গেল, মাস গিয়ে বছর শেষ হল। গ্রামীণের নেটওয়ার্ক কমতে কমতে এখন এই আছে এই নেই অবস্থায় দাঁড়িয়েছে। অসংখ্যবার যোগাযোগ করে অতি আধুনিক ভদ্র ভাষার আশারবানি ছাড়া আর কিছুই মেলেনি। আমার স্ত্রীর স্কাইপের চাকা ঘোরাও বন্ধ হয়নি।
যদি আমার কোন ব্লগার বন্ধু কোন পদ্ধতি জানেন জাতে করে দুর্বল সিগ্ন্যালে ভালো স্পীড পাওয়া যায়, জানালে উপকৃত হতাম। অথবা কোন বন্ধুর যদি লম্বা হাত থাকে আমাদের এলাকায় একটি মোবাইল টাওয়ার স্থাপনে সহযোগিতা করার মত , আমি সহ এলাকার অসংখ্য মানুষ আধুনিক প্রযুক্তির স্বস্তির স্বাদ পেতাম।
©somewhere in net ltd.