নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুর্শেদ

মুর্শেদ › বিস্তারিত পোস্টঃ

বিটিসিএল-এর ব্রডব্যাণ্ড ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে

২২ শে মে, ২০০৯ সকাল ১০:২৫



ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)



বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করেছে।



এডিএসএল প্লাস টু প্রযুক্তির মাধ্যমে পাঁচটি প্যাকেজে এই ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।



বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী ও এডিএসএল নেটওয়ার্ক ব্যবস্থাপনা সিস্টেমের দায়িত্বশীল কর্মকর্তা আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অন্যান্য ইন্টারনেট সেবা দানকারী কোম্পানীর তুলনায় উন্নতমানের সেবা দিচ্ছি। গুণগত মানের বিচারে এই সেবা ব্যয়বহুল নয়।



"বিটিসিএল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুরা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিচ্ছে।"



তিনি জানান, এই সংযোগ পেতে গ্রাহকদের একটি মডেম কিনতে হবে। যার দাম পড়বে ৩,০০০ টাকার মতো।



আনলিমিটেড প্রিপেইড সংযোগ ৫,৪০০ টাকা (ছয় মাসের জন্য) । সেই সঙ্গে রেজিষ্ট্রেশন ৩০০ টাকা এবং ১২৮ কেবিপিএস এর জন্য কনফিগারেশন চার্জ ৬০০ টাকা। ১,০০০ কেবিপিএস এর জন্য ১৬,৮০০ টাকা। সেইসঙ্গে একই রেজিষ্ট্রেশন ফি এবং সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।



এক বছরের প্রিপেইড সংযোগ চার্জ ৪,৫০০ টাকা (১২৮ কেবিপিএস ) এবং ১,৫০০ টাকা (১০০০ কেবিপিএস )।



প্রিপেইড সংযোগের ক্ষেত্রে আরো দুটি প্যাকেজ রয়েছে।



৬ মাসের জন্য সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত - ৪,৫০০ টাকা (১২৮ কেবিপিএস) এবং ১৫,০০০ টাকা (১০০০ কেবিপিএস)।



আর ১ বছরের জন্য সংযোগ চার্জ ৮,৪০০ টাকা (১২৮ কেবিপিএস) এবং ২৮,৮০০ টাকা (১০০০ কেবিপিএস)।



প্রিপেইড গ্রহকদের জন্য আর একটি প্যাকেজ হলো- রাত ৯ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত। ৬ মাসের সংযোগ চার্জ ৬,০০০ টাকা (৫১২ কেবিপিএস) এবং ১২,০০০ টাকা (২০০০ কেবিপিএস)।



আর ১ বছরের সংযোগ চার্জ ১১,৪০০ টাকা (৫১২ কেবিপিএস) এবং ২২,৮০০ টাকা (২০০০ কেবিপিএস)।



পোস্টপেইড গ্রহকদের ক্ষেত্রে রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা এবং প্রাথমিক সেটআপ ও কনফিগারেশন ফি ৮০০ টাকা।



পোস্টপেইড গ্রাহকরা মাসে ১২৮ কেবিপিএস এর জন্য সর্বনিম্ন ১,০০০ টাকা এবং ১০০০ কেবিপিএস এর জন্য সর্বোচ্চ ৩,০০০ টাকা বিল দেবেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০০৯ সকাল ১০:৩০

নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: এই হচ্ছে কম খরচের নমুনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২২ শে মে, ২০০৯ সকাল ১০:৩০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: বিটিসিএল এর মাথায় কিছুই ঢুকল না- এত টাকা একেবারে দিয়ে পাবলিক নেট ইউজ করবে এটা অবাস্তব। আর প্রকৃতপক্ষে ডাউনলোড স্পীড কত পাওয়া যাবে?

৩| ২২ শে মে, ২০০৯ সকাল ১০:৩৪

শেখ মিলন বলেছেন: এই যদি কম খরচের হিসাব হয় তাহলে বেশি কি?

৪| ২২ শে মে, ২০০৯ সকাল ১০:৪০

ফিফথ্‌নিক বলেছেন: খাঙ্কির পুলারা এক লগে ৬ মাসের টেকা লইয়া ভাগবো, সাবধান !

৫| ২২ শে মে, ২০০৯ সকাল ১০:৪৫

বিবর্তনবাদী বলেছেন: এই হচ্ছে কম খরচের নমুনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:০৮

পথিক!!!!!!! বলেছেন: খরচ কি কমলো?

৭| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:১২

লংকার রাজা বলেছেন: আনলিমিটেড প্রিপেইড সংযোগ ৫,৪০০ টাকা (ছয় মাসের জন্য)

আবার এক বছরের প্রিপেইড সংযোগ চার্জ ৪,৫০০ টাকা (১২৮ কেবিপিএস )

ছয় মাসের জন্য দেখি এক বছরের চেয়ে বেশি খরচ দেখানো হচ্ছে।গোলমালটা আপনি করলেন না তারা করল?

আর লিংক কোথায়?

২২ শে মে, ২০০৯ সকাল ১১:১৭

মুর্শেদ বলেছেন: লিংক


Click This Link

http://www.btcl.net.bd/adsl.php

৮| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:১৩

টোকাই খান বলেছেন: হায় খোদা! কম খরচের এই চ্যাম্পল।

৯| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:১৪

শয়তান বলেছেন: মাসের মধ্যে ১০ দিনই ফোন লাইন থাকে ডেড হৈয়া । ঐ টাইমের বিল দিবো কেন ? প্রাইস রিভাইসড হোউক আরও ।

১০| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:২০

রানা বলেছেন: কত গুলো ছাগল এই রেট নির্ধারণ করেছে.....

১১| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:২৪

ক্যামেরাম্যান বলেছেন:
পথিক!!!!!!! বলেছেন: খরচ কি কমলো ?

৬ মাসের আনলিমিটেড ৫৪০০ টাকা, মানে মাস প্রতি ৯০০ টাকা। সাথে মডেম ৩০০০ টাকা, রেজিষ্ট্রেশন ৩০০ টাকা আর কনফিগারেশন ফি ৬০০ টাকা। দুনিয়ার কোথাও মনে হয় কনফিগার করে দেয়ার জন্য চার্জ করা হয় না।

সরকার আসে সরকার যায়। অথচ সরকারী প্রতিষ্ঠান থেকে এইসব পন্ডিত উচ্ছেদ হয় না।

১২| ২২ শে মে, ২০০৯ সকাল ১১:২৭

লংকার রাজা বলেছেন: বিডি নিউজের লেখায় ভুল আছে।কপি পেস্ট করার আগে ভাল করে পড়ে নিয়েন।আর কপি পেস্ট করলে তাদের লিংক দেয়া উচিত।

২২ শে মে, ২০০৯ সকাল ১১:৪১

মুর্শেদ বলেছেন: ধন্যবাদ

১৩| ২২ শে মে, ২০০৯ দুপুর ১:৫০

বজ্রাহত বলেছেন: ওই ছাগুদের
থাপড়ানোর জন্য
জুতা ছাড়া খালি হাত ব্যবহার নিষেধ!!

১৪| ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২

তিথী ও টাটা বলেছেন: এইটা একটা ঘোড়ার ডিমের অফার।কম ব্যান্ডউইদ কিন্তু বেশী মূল্য !!
স্পিড হওয়া উচিত ২MB এবং মূল্য হওয়া উচিত মাসে আনলিমিটেড ৩০০-৪০০ টাকা max।
ব্লগ থেকে সবাই সরাসরি সরকারের কাছে এর প্রতিবাদ জানানো উচিত।

১৫| ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

তিথী ও টাটা বলেছেন: আমি ১০MB unlimited use করি মাসে বাংলাদেশী টাকায় মাত্র ১৮০০ টাকা!!

ইন্জি: আসলাম কে ধরে এনে মাথা বেল করে দেওয়া দরকার!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.