| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনকার ভালোবাসার সর্ম্পকগুলো সত্যিই অদ্ভুত!!
ভালোবাসা আর ভালোবাসা নাই!
ডেটিং, সারারাত ফোনে কথা বলা,আরও কতকি।
বিশেষ করে ভার্চুয়াল প্রেমগুলো আরও অদ্ভুত!
কিছুদিন চ্যাটিং অতঃপর প্রপোজ!কিন্তু আমরা এটা
ভাবিনা যে এই সর্ম্পক কি আদোও পূর্ণতা পাবে?
বর্তমান যুগে সবকিছুই আধুনিক তাই ভালোবাসাও
আধুনিক।
আর ভালোবাসাকে আধুনিকায়ন করতে গিয়ে আমরা এক
ধারণের লুলামির ভিতরে জড়িয়ে পড়ছি।
আগে ভালোবাসা আসতো গভীর একটা অনূভুতি থেকে
যেমনটা এখন বিলুপ্তপ্রায়।
এখনকার ভালোবাসাটা একটা সংস্কৃতিতে পরিণত হয়ে
গেছে।
ধরুন আপনার কোন একটা ফ্রেন্ডেরর রিলেশন আছে তারা
নিয়মিত ঘুরতে যায়,ফোনে কথা বলে!!
কিন্তু আপনার নেই! আমি বাজি ধরে বলতে পারবো যার
নাই তার ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে অন্যের
ভালোবাসা দেখে সে ভাবে ওর আছে আমার কেন নাই?
আমিও তো দেখতে হ্যান্ডসাম,আমারওতো টাকা-পয়সা
আছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়ার!!
কিন্তু এটা কি ভালোবাসা?
না এটা কখনই ভালোবাসা না এটা হলো একটা সাময়িক
আবেগ!
আর মানুষ আবেগের বশে বশীভূত হয়ে শুধু ভালোবাসাতেই
পড়ে না আরও অনেক কাজ করে সেটা হয়তো খারাপ না
হয় ভালো!
ভালো কাজগুলো সমাজের,জাতির জন্য কল্যাণ বয়ে
আনে আর খারাপ কাজগুলো বয়ে আনে অনেক বিশৃঙ্খলা!
কিন্তু এটা সত্য এই আবেগ একদিন কেটে যাবে আর তখনই
আপনার ভালোবাসাও কেটে যাবে।
এখন হয়তো আপনারা বলবেন তাহলে পৃথিবীতে এত
ভালোবাসার দৃষ্টান্ত আছে এগুলো কি তাহলে?
আমি বিশ্বাস করি ভালোবাসা এখনও আছে!!
সত্যিকারের ভালেবাসাও আছে।
আবেগ দিয়ে ভালোবাসা আর ভালোবাসাকে
ভালোবেসে ভালোবাসা এক না।
তাই যারা ভালোবাসাকে ভালোবেসে ভালোবাসে
তাদের ভালোবাসা এখনও খাটি!
কিন্তু এটা সত্য ভালোবাসা বর্তমান যুগে কালচারে
পরিণত হয়েছে।
আর এই কালচারকে আঁকড়ে ধরতে গিয়েই আমাদের
সমাজে সৃষ্টি হয় অনেক অরাজকতা।
আবার এক-একজন এক-এক রকমভাবে তাদের
ভালোবাসাকে প্রকাশ করে।
কারোর ভালোবাসার প্রকাশটা ইতিবাচক হয় আবার
কারোর হয় নেতিবাচক যেটা আমাদের বর্তমান সমাজে
প্রাধাণ্য পেয়ে ওঠে না।
আবার অনেকসময় ভালোবাসা প্রকাশ করলেই সেটা
ভালোবাসা হয়ে ওঠেনা।
ভালোবাসা সার্বজনীন!!!
ভালোবাসা বলতে শুধু প্রেমিক-প্রেমিকার ভালোবাসা
বোঝায় না।
ভালোবাসা সার্বজনীন এইবার আপনারাই বুঝেন
ভালোবাসা বলতে কি বোঝায়!
কিন্তু বর্তমানে ভালোবাসা বলতে বোঝায় প্রেমিক-
প্রেমিকার ভালোবাসা।
কারণ আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে ভালোবাসা
বিষয়টা নিয়ে।
আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই তাহলে
পাল্টে যাবে ভালেবাসা নিয়ে ভ্রান্ত ধারণাগুলো।
শুধু তাইনা দৃষ্টিভঙ্গি পাল্টালে পাল্টে যাবে পুরো
দুনিয়া!!
©somewhere in net ltd.