নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নতুনভাবে আবিষ্কারের অপেক্ষায় আছি

Murshid Kuly Khan

Murshid Kuly Khan › বিস্তারিত পোস্টঃ

পুলিশের জঙ্গিবিরধী অভিযান ও ব্যাচেলরদের ভোগান্তি

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ!!!
৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ।
এই বাংলার মাটিতে কোন জঙ্গিবাদের স্থান নেই।
আমরা সবাই,সচেতনশীল মানুষেরা সবাই জঙ্গিবাদের বিপক্ষে।
জঙ্গিরা একটা দেশের জন্য কতটা ভয়াবহ তা আমরা বুঝতে পেরেছি।
গুলশানে জঙ্গি হামলার পর জেগে ওঠে সব বিবেকবান মানুষ।
সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে।
আমি সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানায়।
তেমনি একটা পদক্ষেপ হলে বাসা মালিকদের ভাড়া দেয়ার ক্ষেত্রে সর্তক হওয়া।
পদক্ষেপটা ভালো কারণ বর্তমান সময়ে বাংলাদেশে যতোগুলো হামলা হয়েছে সবগুলোর হামলাকারীরা প্রায় ভাড়াটে ছিলো তারা তাদের পরিচয় লুকিয়ে কোন মেস,অথবা বাসায় ভাড়া থাকতো।
এরই প্রেক্ষিতে ধীরে-ধীরে বাড়ছে পুলিশের সাঁড়াশি অভিযান।
এর ফলে অনেকের মনে একটা ভীতি কাজ করছে।
আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ব্যাচেলরদের।
পড়ালেখা,জব ছাড়াও আরও অনেক প্রয়োজনে ব্যাচেলরেরা দেশে বিভিন্ন জায়গায় ভাড়া থাকে।
আর বর্তমানে ব্যাচেলরদের বাসা,মেস ভাড়া দেয়ার ক্ষেত্রে মালিকেরা অপারগতা স্বীকার করছে।
তাহলে কোথায় যাবে ব্যাচেলরেরা?
কোথায় গিয়ে ঠাঁই নিবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম?
গতকাল বিবিসি নিউজ শুনছি এমন সময় একজন স্টুডিওতে টেলিফোন করে বললো যে তাদের ভাড়া থাকতে খুব সমস্যা হচ্ছে।
তিনি ব্যাচেলর পড়ালেখার জন্য দিনাজপুর শহরে ভাড়া থাকেন।
এমনটা হলে কোথায় যাবে ব্যাচেলরেরা?
আর পুলিশ যেভাবে অভিযান চালাচ্ছে এতে মনে হচ্ছে দেশটা পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে।
অভিযান চালালেই ধরছে কয়েকটা করে।
আর পুলিশ অধিকাংশ অভিযান চালাচ্ছে ব্যাচেলরদের মেসে।
যেখানে ছাত্ররা তাদের লক্ষ্য পূরণের জন্য,বাবা-মায়ের লক্ষ্য পূরণের জন্য নিজের জন্মস্থান,নিজের গ্রাম,পরিবার ছেড়ে এসে থাকে অন্য জায়গা তাদের স্বপ্ন পূরণের জন্য।
কিন্তু এখানে এসে কি হচ্ছে?
তাদের ভিতরে একটা ভয় কাজ করছে!!!হয়তো এখনই চলে আসবে পুলিশ।
আসলে আমরা বাঙ্গালিরা একটু বেশি বুঝি।
আমি যে মেসে থাকি সেই মপস মালিক বললো যে কারোর কোন গেস্ট যেন না আসে মেসে।
তখন আমি বললসম কেন?
বললেন কারণ তার কেন ডকুমেন্ট জমা দেয়া নেই সিটি কর্পোরেশনে।
পুলিশ আসলে নাকি তার সমস্যা হবে!!
আচ্ছা একজনের সমস্যা তো হতেই পারে!!
গেস্ট তো আসতেই পারে!
আমরা সবাই মনে প্রাণে জঙ্গিবাদকে ঘৃণা করি।
আমরা আমাদের দেশকে সিরিয়া,আফগানিস্তান হতে দিবো না এজন্য আমরা ব্যাচেলরেরা দৃঢ় সংকল্প।
এজন্য আমাদের সকলের দ্বায়িত্বের প্রতি আরো বেশি সচেতন হতে হবে।
অভিযানের সময় যেন কোন সাধারণ মানুষ হয়রানি না হয় এদিকে খেয়াল রাখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.