| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই কুত্তার বাচ্চা তুই এখানে কি করছিস? তোকে আমি বলিনাই আমার দোকানের সামনে আসবি না!
"ভাই আমি সারাদিন ধরে কিছু খাইনা" অনেক কষ্ট হচ্ছে দয়া করে আমাকে একটা রুটি দাও।
একটা রুটির দাম কত জানিস?"না"
এইখান থেকে ভাগবি না লাঠিপেটা করবো?
হয়তো এমনই নির্মম আচরণ হয় আমাদের দেশের পথশিশুদের সাথে।
সারাদিন না খেয়ে থেকে যখন কোন একটা টং এর দোকানে গিয়ে একটা রুটির জন্য আকুতি-মিনতি করে তখন হয়তো সেই দোকানদারের আচরণটা এমনই হয়ে ওঠে হয়তো এর চেয়েও পৈঁশাচিক!
সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যায় দোকানদারের কাছে একটা রুটি চেয়ে যখন পাইনা তখন তারা বাধ্য হয় চুরি করতে!!
যে দোকানদারের কাছে সে সন্ধ্যায় একটা চেয়েছিলো রাতে হয়তো সেই দোকানের কোন এক ফুটো দিয়ে না হয় কঠিন কোন এক পন্থা অবলম্বন করে সে তার ক্ষুধা নিবারণের জন্য একটা পাউরুটি চুরি করে।ওই কুত্তার বাচ্চা তুই এখানে কি করছিস? তোকে আমি বলিনাই আমার দোকানের সামনে আসবি না!
"ভাই আমি সারাদিন ধরে কিছু খাইনা" অনেক কষ্ট হচ্ছে দয়া করে আমাকে একটা রুটি দাও।
একটা রুটির দাম কত জানিস?"না"
এইখান থেকে ভাগবি না লাঠিপেটা করবো?
হয়তো এমনই নির্মম আচরণ হয় আমাদের দেশের পথশিশুদের সাথে।
সারাদিন না খেয়ে থেকে যখন কোন একটা টং এর দোকানে গিয়ে একটা রুটির জন্য আকুতি-মিনতি করে তখন হয়তো সেই দোকানদারের আচরণটা এমনই হয়ে ওঠে হয়তো এর চেয়েও পৈঁশাচিক!
সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যায় দোকানদারের কাছে একটা রুটি চেয়ে যখন পাইনা তখন তারা বাধ্য হয় চুরি করতে!!
যে দোকানদারের কাছে সে সন্ধ্যায় একটা রুটি চেয়েছিলো রাতে হয়তো সেই দোকানের কোন এক ফুটো দিয়ে না হয় কঠিন কোন এক পন্থা অবলম্বন করে সে তার ক্ষুধা নিবারণের জন্য একটা পাউরুটি চুরি করে।
কিন্তু কেন পাঁচটাকার একটা রুটির জন্য নিষ্পাপ এই শিশুগুলো চোর হয়?এটার উত্তর কি কেউ জানেন?
হ্যা!!তাদের এই চোর হওয়ার জন্য আপনারা দায়ী!!আপনাদের মতো কিছু বিবেকহীন, মূল্যবোধহীন মানুষেরা দায়ী।
একটা পথশিশু কি চাই?
আপনার মতো গাড়ি-বাড়ি, ধন-সম্পদ,কোটি-কোটি তো তারা চাইনা!
দিন শেষে দুমুঠো ভাত খেয়ে যেন তারা রাতে শান্তিতে ঘুমাতে পারে এটাই তারা চাই।
তাদের চাওয়াটা অনেক ছোট!! কিন্তু তাদের এই অল্প চাওয়াটাও পূরণ হয়না।
তাদের এই ছোট চাওয়াটা পূরণ করার জন্য দিনশেষে তাদের ভাগ্যে জোটে চোরের অপবাদ।
কেউ দোষ না করলেও তার উপর দোষ চাপানোকে অপবাদ বলে।
কিন্তু কেউ তাকে দোষ করতে বাধ্য করলে তাকে কি বলে?
জানি হয়তো এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেই।
কারণ একটাই এই প্রশ্নের উত্তর দিতে গেলে দোষী হবো আমরা!
আপনার,আমার চাওয়া কেমন বলতে পারবেন?
এটা আমি বলবো না আপনারা এমনিতেই বুঝতে পারবেন।
আমাদের চাওয়াগুলো পূরণ করার জন্য আমরা কতকিছু না করি!
খুন,গুম, হত্যা!!
কিন্তু একজন পথশিশুর চাওয়া পূরণ করার জন্য আমরা আমাদের পকেট থেকে ৫ টা টাকা দিতে পারি না।
তাহলে কোথায় আজ আমাদের বিবেক!!!!!
কোথায় আজ আমাদের মনুষ্যত্ব!!!!
আবার এমন মানুষও আছে তার পাশ দিয়ে কোন পথশিশু গেলে নিজের শরীরের ময়লা পরিষ্কার করে তারা ভাবে ওর শরীর থেকে হয়তো ময়লা আমার শরীরে চলে আসছে।
বাংলাদেশে ধনী দুই প্রকার:-১/শুধু আর্থিক দিক দিয়ে ধনী।
২/ঙ্গান ও আর্থিক দিক দিয়ে ধনী।
শুধু আর্থিক দিক দিয়ে ধনী কারা হয় জানেন?এরা অধিকাংশই হলো মনুষ্যত্ব, বিবেকহীন!!
আর এরা শুধু চাই আর চাই এদের চাওয়ার কোন শেষ হয়না।
আর এরাই পথশিশুদের সবচেয়ে বেশি খারাপ চোখে দেখে এর প্রমাণ আমার নিজের চোখে দেখা।
যাদের নূন্যতম বিবেক আছে তারা কোনদিন পশশিশুদের সাথে এমন আচরণ করে না।
পথশিশুরা যদি না খেতে পাই,মানুষের দারে-দারে ঘোরে একমুঠো ভাতের জন্য কিন্তু নিরাশ হয়ে দিনশেষে চুরি করতে বাধ্য হয় তারা তাহলে আমি বলবো তোরা চুরিই কর!!
আরও বেশি করে চুরি কর!!চুরি কর মুখোশ পরিহিত সেইসব মানুষের যারা আজ ধনীর বেশে হত্যা করছে হাজারো মানুষ,সুদ-ঘুষ, দূনীর্তীতে যারা জড়িয়ে আছে।
কারণ তারা শুধু চাই আর চাই, আরও চাই, তাদের চাহিদা অনেক।
আর তোদের চাহিদা অল্প তোরা শুধু চাস তিনবেলা দুমুঠো করে ভাত।
আর এই দুমুঠো ভাতের জন্য তোদের যদি খুন করতে হয় তাই কর কারণ তোরা যাদের খুন করবি তারা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্তি!!
তারা হলো বড়লোকে মুখোশ পরিহিত জানোয়ার।
কথাগুলো এমনভাবে বলার একটাই কারণ সেটা হলো প্রত্যেক মানুষের বিবেক আছে কিন্তু প্রত্যেকের বিবেক জাগ্রত হয়না।
বিবেক জাগ্রত হতে কোন একটা মাধ্যম আর আমি চাই আমার লেখাটা যেন তেমনই একটা মাধ্যম হয় যেটা পড়ে বিবেক জাগ্রত হবে।
আসুন আমরা সবাই মিলে পথশিশুদের পাশে এসে দাঁড়ায়।
সবাই মিলে সাম্যের গান গাই তাহলে হয়তো একটা রুটির জন্য তাদেরকে চুরি করতে হবে না মানুষকে খুন করতে হবে।
আমরা সবাই তো মানুষ!!!
আর মানুষ তো মানুষের জন্যই।
লালনের একটা উক্তি আছে,"শুদ্ধ মনে সকলি হয়"।
আসুন আমরা শুদ্ধ মন নিয়ে এইসব অবহেলিত পথশিশুদের পাশে এসে দাঁড়ায়।
তাহল
২|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০
Murshid Kuly Khan বলেছেন: হুম ভাই
৩|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: পথ শিশুরা সত্যিই অবহেলিত।
৪|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮
কানিজ রিনা বলেছেন: একটা দীর্ঘশাস ফেলা ছারা আর করার কি আছে।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৯
Murshid Kuly Khan বলেছেন: তবে অনেকেই আছে এদের জন্য অনেককিছু করতে পারে
৫|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
আমাদের সরকার ২৬ বিলিয়ন ডলার আপনার জন্য, সালমান রহমানের জন্য, জয়ের জন্য রিজার্ভ রেখেছে; ওগুলো থেকে ৪ বিলিয়ন এসব শিশুদের জন্য খরচ করা দরকার।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬
Murshid Kuly Khan বলেছেন: ঠিক বলেছেন ভাই
৬|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৬
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ লেখার জন্য। ওরাই আমাদের আগামী দিনের স্বপ্ন হতে পারে।
৭|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৩
Murshid Kuly Khan বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি নতুন ব্লগে আসছি আপনাদের সাহায্য কামনা করবো
৮|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২১
সিগনেচার নসিব বলেছেন: খুবই দুঃখজনক ভাই
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পথশিশুরা সত্যিই খুব অবহেলিত। তাদের সাথে অনেকেই অমানবিক আচরণ করে থাকে। এটা একদম ঠিক নয়।