নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নতুনভাবে আবিষ্কারের অপেক্ষায় আছি

Murshid Kuly Khan

Murshid Kuly Khan › বিস্তারিত পোস্টঃ

মাসের শেষে আমরা হিমু

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

মেসে থাকা অধিকাংশ পোলাপান তার মনের অজান্তেই
হিমু হয়ে যায়!
এর অনেকগুলো কারণ আছে কেউ হয়তো জানেনা হিমু কি?
কিন্তু সেও হিমু হয়ে যায়!!
হিমুর অনেকগুলো গুণ ছিলো শুধু গুন বললে ভুল হবে
অ্যাধ্যাত্নিক গুন ছিলো তার মধ্যে একটা হলো টাকা
ছাড়া ঘুরে বেড়ানো!
হিমুর কাছে টাকা নাই?
হিমুর কোন সমস্যা নাই সে টাকা বাদেই অনেকদিন
কাটিয়ে দিতে পারবে।
গভীর রাতে শহরের ল্যাম্পপোস্টেরর আলোতে
হাটবে,জোসনা দেখবে, বৃষ্টিতে ভিজবে,ময়ুরাক্ষী
নদীকে নিয়ে ভাববে।
সারাদিন ঘুমিয়ে থাকবে দিনের ভিতর একবার খেলেও
তার চলবে।
আসলে হিমুর ভিতর এমন কিছু গুণ ছিলো যেগুলো তাকে
স্বাভাবিক মানুষের থেকে আলাদা করেছিল।
মেসে থাকা ছেলেদের কাছে যখন টাকা থাকেনা তারা
কি করে?
তারাও হয়তো হিমুর মতো সারাদিন ঘুমিয়ে থাকে বাইরে
কোথাও বের হয়না, রাতে হয়তো হাটতে বের হয়!
কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও
অধিকাংশের ক্ষেত্রেই প্রযোজ্য।
নিজের কথায় বলি যখন টাকা থাকেনা তখন আমি হিমুর
লাইফস্টাইল নিয়ে ভাবি।
হিমু যদি পারে টাকা ছাড়া চলতে তাহলে আমি পারবো
না কেন?
হিমু একটা কাল্পনিক চরিত্র আর আমি মানুষ আর মানুষ
অনেক অস্বাভাবিক কাজ করতে পারে।
কাছে টাকা না থাকলে আমার শেষ সম্বল হয় আমার
পকেট কারণ হিমু তো ঘোরাঘুরি করতো পকেটবিহীন
পান্জাবি পরে আর আমার শার্ট-প্যান্টে তো অনেকগুলো
পকেট আছে!
তাহলে আমি পারবো না কেন?
মেস লাইফ সাধারণ লাইফ থেকে আলাদা আপনার কাছে
যত টাকাই থাকুক না কেন মাসের শেষে আপনার টাকার
সংকট হবেই কারণ যার যত আছে তার চাহিদা তত বেশি।
মাসের শেষে প্রায়ই আমি হিমু হয়ে যায় হয়তো হিমুর
মতো হলুদ পান্জাবি নেই কিন্তু আছে হিমুকে অনুসরণ করে
যতটুকু মনোবল পেয়েছি সেটা।
তাই মাসের শেষের কয়েকদিন টাকা ছাড়া চলতে আমার
তেমন কোন কষ্ট হয় না।
যখন এমনভাবে চলি মনে হয় আমিই বোধহয় সেই আসল হিমু।
আসলে সবাই কাল্পনিক কিছু নিয়ে ভাবতে পচ্ছন্দ করে
সেটা হোক হিমুর মতো ময়ুরাক্ষী নদী!
কাল্পনিক কিছু নিয়ে ভাবলে সময় কোনদিক দিয়ে যায়
কিছুই ঠিক পাওয়া যায় না।
আমি যখন ঘুমাতে যায় কাল্পনিক কোন বিষয় নিয়ে না
ভাবলে আমার ঘুমই আসে না!
আমরা হয়তো পরিপূর্ণ হিমু না তবে আমাদের সবার মাঝেই
কিছু গুণ আছে যেগুলো আমাদেরকে হিমুর সাথে তুলনা
করতে বাধ্য করে।
নিজেকে হিমু রুপে আভির্বুত করা অনেক ইচ্ছা কিন্তু
সম্ভব না কারণ হিমুর অনেক কিছুই আমার গ্রহণ করা সম্ভব
না।
কিন্তু নিজের প্রয়োজনে অনেকসময় নিজেকে হিমু রুপে
জাহির করতে হয়!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০১

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.