| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেডিকেল টেকনোলজিস্ট!!!!!
আপনারা কেউ কি জানেন
স্বাস্থ্যখাতে মেডিকেল
টেকনোলজিস্টদের গুরুত্ব কতটুকু?
আসলে "টেকনোলজিস্ট " শব্দটার অর্থ
কি?
এটাও কি কেউ জানেন?
"টেকনোলজিস্ট" শব্দের অর্থ হলো
প্রযুক্তিবিদ।
আর মেডিকেল টেকনোলজিস্ট এর অর্থ
হলো মেডিকেল
প্রযুক্তিবিদ।
এবার আসুন মেডিকেল
টেকনোলজিস্টদের গুরুত্ব সর্ম্পকে
কিছু জানি।
,
,
,
"মেডিকেল টেকনোলজিস্ট" কোর্সের
মধ্যে ছয়টা
ডির্পাটমেন্ট আছে।
১.ল্যাবরেটরি মেডিসিন:-এটার গুরুত্ব
কতটুকু এটা হয়তো
আমি লিখে শেষ করতে পারবো না।
ডাক্তারের কাছে
গেলেই সর্বপ্রথম যে টেস্ট দেই সেটা
হলো এই ল্যাব
অথবা প্যাথলজি টেস্ট।
,
,
২.ফার্মেসি:-একজন ফার্মাসিস্ট যে
স্বাথ্যক্ষেত্রে
কতটা গুরুত্ব রাখে সেটা বলার
অপেক্ষা রাখেনা।
আমাদের দেশের গ্রামাঞ্চলে সর্বপ্রথম
কাদের কাছ
থেকে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়
সেটা কি কেউ
সঠিকভাবে জানেন?
তারা হলো এই ফার্মাসিস্ট।
,
,
৩.রেডিওলজি ও ইমেজিং:-আপনার
ফুটবল খেলতে গিয়ে
পায়ে মঁচকা লাগছে!প্রচন্ড ব্যাথা
করছে এমনকি অনেক
ফুলেছে এমন সময় আপনারা কয়জন
ডাক্তারের কাছে
যাওয়ার কথা বলেন?
এটাই বাস্তবতা এটাই সত্য আপনারা তখন
বলেন পায়ে
একটা এক্স-রে করতে হবে।
আর এটা কারা করে জানেন?
এরা হলো মেডিকেল টেকনোলজিস্ট।
,
,
৪.ফিজিওথেরাপি:-আধুনিক চিকিৎসা
কোনটাকে কেন্দ্র
করে গোরে ওঠছে কেউ কি বলতে
পারবেন?
সেটা হলো এই ফিজিওথেরাপি
চিকিৎসা।
আপনার প্যারালাইজড হয়সে!!
আপনি ডাক্তারকে দেখালেন
ডাক্তার আপনাকে
পরামর্শ দিলো একজন
ফিজিওথেরাপিস্ট এর কাছ থেকে
ফিজিও নেয়ার জন্য।
আর এই ফিজিওথেরাপিস্ট কারা
জানেন?
এরা হলো মেডিকেল টেকনোলজিস্ট!!!
,
,
৫.ডেন্টাল:ও মা!!! ও মা!! আমার দাঁতে
প্রচন্ড ব্যাঁথা
করছে।
মা:বাবা এই বয়সে হয় কিছুদিন পর ঠিক
হয়ে যাবে?
কিছুদিন পর আপনার ছেলের দাঁতের
ব্যাথা তীব্র থেকে
তীব্রতর হচ্ছে।
এই মুহুর্তে আপনি কার কাছে যাবেন
প্রাথমিক চিকিৎসা
নেয়ার জন্য?
ডাক্তার না ডেন্টিস্টির কাছে?
ডেন্টিস্টির কাছে।
আর এই ডেন্টিস্টি কারা জানেন।এরা
হলো মেডিকেল
টেকনোলজিস্ট।
,
,
৬.রেডিওথেরাপি:-আল্লা না করুক
আপনার ক্যান্সার
হয়েসে আপনার থেরাপি দরকার আপনি
কার কাছে
যাবেন।এরাই হলো মেডিকাল
টেকনোলজিস্ট।
,
,
,
কিন্তু যারা স্বাস্থ্যখাতে এই
অসামান্য অবদান রেখে
আসছে এদের মর্যাদা কেমন?
এটা জানার কোন প্রশ্ন কি কখনো
আপনার মনে
জেগেছে?
হয়তো আমার লেখা পড়ার পর একটু হলেও
জেগেছে।
আর যাদের জেগেছে তাদের জন্য
পরের অংশটুকু।
বর্তমানে সারাদেশে ত্রিশহাজারের
অধিক বেকার
টেকনোলজিস্ট আছে!!!
আর যারা ডাল-ভাত খাওয়ার মতো
কিছু করছে তারা কি
করছে জানেন?
বাংলাদেশে বর্তমানে প্রচুর ক্লিনিক
ও ডায়াগনস্টিক
সেন্টার আছে সেখানে তারা
চাকুরী করছে।
কিন্তু কখনো কি কেউ জানতে
চেয়েছেন এদের বেতন
কেমন?
হয়তো এটা জানার পর আপনাদের
কারোর-কারোর লোম
ফুলে উঠবে কারণটা হলো আমি
এত্তক্ষোণ ধরে এদের
এতো প্রয়োজনীয়তার কথা বললাম আর
এদের এই অবস্থা।
এদের বেতন হলো মাসে পাঁচ হাজার
টাকা।
বাংলাদেশে মাত্র ০৮ টা সরকারী
আইএইচটি আছে।
সেই হিসেবে বাংলাদেশে
মেডিকেল
টেকনোলজিস্টদের চাহিদা কেমন
হওয়া দরকার?
এবং চাহিদাও আছে সেই পরিমাণে।
কিন্তু কেন আজকে মেডিকেল
টেকনোলজিস্টদের আজ
এই অবস্থা?
তবে কেন বাংলাদেশে আজ এতো
বেকার মেডিকাল
টেকনোলজিস্ট?
বাবা-মা অনেক আশা নিয়ে তার
সন্তানকে পড়ালেখা
করতে পাঠায়!!
কিন্তু এখানে পড়ালেখা করতে এসে
কি হচ্ছে কেউ কি
জানেন???
প্রতিটা ছাত্র ভেঙ্গে পড়ছে কেন
এখানে ভর্তি হলাম!!
কিন্তু এসএসসি পরীক্ষার পর
আইএইচটিতে ভর্তির
কোচিংগুলোতে গিয়ে একটু দেখেন
সেখানে ভর্তিইচ্ছুক
ছাত্র-ছাত্রীদের উপচে পরা ভীড়।
প্রতিদিন পত্রিকা অথবা সোচাল
মিডিয়ায় দেখা যায়
যে জরুরী প্রয়োজন মেডিকেল
টেকনোলজিস্ট।
কিন্তু কেন তাদের বেতন এতো কম????
কেন তাদের জন্য কোন নীতি প্রণয়োন
করা হচ্ছে না।
আপনারা জানলে হয়তো অবাক হবেন
যে দীর্ঘ আটবছর
ধরে দেশে টেকনোলজিস্টদের
সরকারী চাকুরীর
সার্কুলার বন্ধ!!!!!!
কিন্তু কেন!!! কিন্তু কেন!!!!!
কি জানতে ইচ্ছা করছে কেন বন্ধ????
দেশে কারিগর নামক একটা বোর্ড
আছে যাদের
চক্রান্তে আজ বাংলাদেশের
স্বাস্থ্যখাত আক্রান্ত।
মেডিকেল টেকনোলজিস্টরা
সার্টিফিকেট পায় The
State Medical Faculty নামক বোর্ড থেকে।
কারিগরি তারা বলে state medical faculty
নাকি অবৈধ!!!
তারা চায় দেশের সকল আইএইচটিগুলো
কারিগরি
বোর্ডেরর অধিনে যাক।
এবং তারা কিছু কোর্স চালু করেছে
যেগুলো অবৈধ।
তাদের কোর্সে কারা ভর্তি হয়
জানেন??
যারা ভোকেশনাল থেকে পাশ করে
এবং ব্যাবসায় এবং
মানবিক বিভাগ থেকে পাশ করে।
আসলে তাদের কোর্সে পড়তে মেধা
লাগে না লাগে
হচ্ছে টাকা।
আর state medical faculty te কারা পড়ে
জানেন??
এক প্রতিবেদনে জানা গেছে
বর্তমানে সরকারী
আইএইচটিতে যারা ভর্তি হচ্ছে তাদের
মধ্যে ৯০%
জিপিএ-৫ প্রাপ্ত।
কিন্তু এখানে এসে অনিশ্চয়তায় ভুগছে
এই মেধাবীগুলো
আর অন্যদিকে কারিগরিতে ওরা
টাকা দিয়ে
সার
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
Murshid Kuly Khan বলেছেন: ভাই আমরা কখনোই নিজেকে ডাক্তার পরিচয় দিই না।
আমাদেরকে ডাক্তার হিসেবে সম্মান দেই।
কারা দেই জানেন?
আপনার বাবা-মা,চাচা-চাচী,আত্মীয়-স্বজন কারণ তারা এখনও জানেনা যে আমরা ডাক্তার না।
মনে হয় আপনি উচ্চ শিক্ষিত একটা ব্যাক্তি কিন্তু আপনার আচরণ কুকুরের চেয়েও নিকৃষ্ট।
আমি ভাই অল্পশিক্ষিত একজন মানুষ বয়স মাত্র ১৭ তাই হয়তো আপনার থেকে কম বুঝি ব্লগেও নতুন তাই কিছু বানান ভুল হইছে।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেই সে ভালো মানুষ হতে পারেনা।
আপনার কমেন্টটা এমন না হয়ে অন্যভাবেও হতে পারতো।
তবে আপনাকে ধন্যবাদ আমার সমালোচনা করার জন্য এবং আপনাকে আমি অনুসরণ করলাম
২|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩
বটপাকুড় বলেছেন: মোহাম্মদ আলমগীর বলেছেন:
আর এই ডেন্টিস্টি কারা জানেন। এরা হলো মেডিকেল টেকনোলজিস্ট।
(
![]()
(ডেন্টিস্টি) --- ডেন্টিষ্ট বানান'ই তো জানস না আবার কস ডেন্টিষ্ট রা (মেডিকেল টেকনোলজিস্ট)।
ইচ্ছা করতাসে থাপরায়া তোর মাড়ির দাঁত কয়টা ফালায় দেই।
সহমত, এই সব বেকুবদের জন্য ডেন্টিস্টদের অনেক সমস্যা হয়। ভালো করছেন আমিও রিপোর্ট করলাম ![]()
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
Murshid Kuly Khan বলেছেন: ভাইয়া আমি কোন ডেন্টিষ্টি'র কথা বলছি না জেনে কমেন্ট করবেন না।
আপনি তো তালে মাতাল।
উপরে কি লিখছি?
লিখেছি মেডিকেল টেকনোলজিস্ট
৩|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪
নতুন বলেছেন: একটা এক্স-রে করতে হবে।
আর এটা কারা করে জানেন?
এরা হলো মেডিকেল টেকনোলজিস্ট।
উনি এক্স রে যন্ত্র পরিচালনা করতে পারেন........
সেটা দেখে রিপোট ডাক্তারই তৌরি করেন...
৪|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রো-পিকটা দেখা কস্টজনক।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
মোহাম্মদ আলমগীর বলেছেন:
আর এই ডেন্টিস্টি কারা জানেন। এরা হলো মেডিকেল টেকনোলজিস্ট।

(ডেন্টিস্টি) --- ডেন্টিষ্ট বানান'ই তো জানস না আবার কস ডেন্টিষ্ট রা (মেডিকেল টেকনোলজিস্ট)।
ইচ্ছা করতাসে থাপরায়া তোর মাড়ির দাঁত কয়টা ফালায় দেই।
০৪ বছর মেডিকেল কলেজে পইড়া এরপর আবার ০১ বছর ইন্টার্নি করার পর Bangladesh Medical & Dental Council (BM&DC) থেকে ডাক্তার হিসেবে রেজিঃ নেয়ার পর একজন ডেন্টিষ্ট নিজেকে ডাঃ বলে পরিচয় দেয়। আর তোর মতন গাধা-গরু গুলা ঐ ডাঃ এর চেম্বারে ২ বছর তুলা, সুই আর ইন্সট্রুমেন্ট আগায় দিয়া এর পর গেরামে গিয়া নিজেরে ডাঃ পরিচয় দিয়া হাতুরি বাটাল লইয়া চেম্বার খুইল্লা মানুষ ঠকানোর বিজনেস শুরু করস। তোদের কারনেই আজ আমাদের দেশে ডাঃ দের পেশার বদনাম হইতেছে।
তোর পোষ্ট রিপোর্ট করলাম।