নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুর্তজা হাসান খালিদ

ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, এটা অস্বীকার করার মতো বোকামি ধার্মিকরা করতে পারেনা

মুর্তজা হাসান খালিদ

পৃথিবীতে মানুষ কাউকে ভালোবেসে নেতৃত্ব দিতে চায় কিন্তু জোর করে কারো নেতা হওয়া মেনে নেয় না

মুর্তজা হাসান খালিদ › বিস্তারিত পোস্টঃ

X(( X(( X(( চলমান এইচ.এস.সি পরীক্ষার সব সাবজেক্টের হুবহু প্রশ্নপত্র ফাস হয়ে যাচ্ছে X(( X(( X((

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

সচেতন ব্লগারগণ: আপনাদের কি এই ব্যাপারে খবর আছে- চলমান এইচ.এস.সি পরীক্ষার প্রত্যেক সাবজেক্টই পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাস করে দেয়া হচ্ছে !!! দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে এই কাজইটাই যে করে যাচ্ছ সুনিপুনভাবে সেটা বুঝতে পারছেন?



আমার বোন পরীক্ষা শুরুর পূর্বের দিনই আমাকে বলছিলো যে প্রশ্নপত্রের হুবহু ফুল সেট বাজারে প্রকাশ হয়ে গেছে, ওর সহপাঠীরা ওকেও প্রশ্নগুলো জানিয়ে রাখছিলো, আমি বলেছিলাম নিজের যোগ্যতায় যদি নিম্ন গ্রেডও পাও সেটাই আলহামদুলিল্লাহ ! চৌর্যবৃত্তির মেধা আমাদের দরকার নাই



এখন দেখুন আমাদের ভাই-বোনরা এতো পরিশ্রম করে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন আর বিনা পরিশ্রমে অমেধাবীরা স্বীকৃত হবে ভালো রেজাল্টে !



আহ কি সুনিপুন চক্রান্ত !



অনুসন্ধান নিন, আপনার নিকটাত্মীয় পরীক্ষার্থী ভাই-বোনটাই বলতে পারবে নিশ্চত করে। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে।



আপনার কি চান আপনার ভাই-বোন নকল মেধাবীর অপবাদ নিয়ে ক্যারিয়ার গড়ে তুলুক



আগামি দিনে হয়তো এ+ এর রেকর্ডে নতুন ইতিহাস সৃষ্টি হবে কিন্তু আমরা কি পাবো মেধাবী পরিশ্রমী সত্যাশ্রয়ী উন্নত জাতি !!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কি যে অবস্থা!! ছিঃ!!


০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

মুর্তজা হাসান খালিদ বলেছেন: এভাবে পাসকৃতদের অবস্থা এমন হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় এরা অধিকাংশ কৃতকার্য হতে পারেনা

আফসোস নাম সর্বস্ব মেধাবীদের জন্যে

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

মোমের মানুষ বলেছেন: ভাই পরিক্ষার্থী হিসাবে বিষয়টা লাগলেও ব্যাপারটা খুবই সূদর প্রসারী চক্রান্তের ফসলই মনে হয়। গতকাল এলাকার একটা ছেলে ইংরেজী প্রশ্নের দাম ৫০০০টাকা হেকেছিল। যদিও রাত্রে বিনে পয়সায় পেয়েগেছি। তারপরও কঠোর নিন্দা জনাই ঘৃন্য কাজের

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: এখন দুইটা বছর যারা কষ্ট করে পড়াশোনা করলো তারা কতটা হতাশ হবে নিজেদের মূল্যায়নে !

আমাদের ভবিষ্যত প্রজন্মটা কেমন পাবো আমরা :(

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

সরলপাঠ বলেছেন: ভাই জানা থাকলে পরবর্তী পরীক্ষার প্রশ্নটি পোস্ট করে দিন। কোথায় পাওয়া যায় জানা থাকলে ঠিকানা লিখে দিন।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

মুর্তজা হাসান খালিদ বলেছেন: দু:খিত ভাই, আমি যেই বিষয়টা মনে প্রাণে ঘৃণা করি সে রকম কাজের মাধ্যমে আপনার সহায়তা করতে পারছিনা :(

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

এস বাসার বলেছেন: সেইম ঘটনা এস এস সি পরীক্ষায়ও ঘটেছে। যেটার চাক্ষুষ প্রত্যক্ষদর্শী আমি নিজে।

এসএসসি পরীক্ষা নেয়ার কোন যুক্তিকথা আছে কি? ২০/৩০ টাকায় ফটোকপির দোকানে প্রশ্ন পাওয়া যায়

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আপনার কথাই কোট করছি, বাসার ভাই :

''রেজাল্ট প্রকাশিত হলে লাখ লাখ ছাত্র ছাত্রী গোল্ডেন "এ" পেয়ে মিষ্টির দোকানের ফরমালিন যুক্ত সমস্থ মিষ্টি শেষ করে ফেলবে, আকাশে-বাতাসে এ প্লাস নামক ভন্ডামীর উচ্ছ্বাস , এভাবেই চলছে ....... প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী সবারই তৃপ্তির ঢেকুর

আর আমরা বেকুবরা উন্নত জাতি উন্নত নেতৃত্ব উন্নত আগামির আশায় অনন্তকাল চাতকের মতো চেয়ে থাকবো :(

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫২

মুর্তজা হাসান খালিদ বলেছেন: বিভৎস !

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১১

নাওেয়দ বলেছেন: দেশে শিক্ষার হার অনেক বেড়েছে - প্রমান করার শ্রেষ্ঠ উপায় তো এইচ.এস.সি পাস।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩

মুর্তজা হাসান খালিদ বলেছেন: - শিক্ষার হার, এ+ এর হার, সর্বকালের সবচেয়ে বেশি পাশের হার, দুই আঙগুলে ভি চিহ্নের হার ক্রমশ রেকর্ড ছাড়িয়ে যেতেই থাকবে

- শিক্ষিত বেকারের সংখ্যাও ক্রমেই বাড়বে

- অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়বে

- বাড়বে হতাশা, আত্মগ্লানি


শুধু বাড়বেনা, মেধাবী সৎ ও ভালো মানুষের সংখ্যা, আলোকিত মানুষের সংখ্যা

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: :( :( :(

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

নাওেয়দ বলেছেন: সহমত।

আপনার লেখা এই পোস্টে শেয়ার করলাম।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ঘুমন্ত জাতির টনক নড়বার কোনো অবকাশ নেই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.