নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুর্তজা হাসান খালিদ

ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, এটা অস্বীকার করার মতো বোকামি ধার্মিকরা করতে পারেনা

মুর্তজা হাসান খালিদ

পৃথিবীতে মানুষ কাউকে ভালোবেসে নেতৃত্ব দিতে চায় কিন্তু জোর করে কারো নেতা হওয়া মেনে নেয় না

মুর্তজা হাসান খালিদ › বিস্তারিত পোস্টঃ

জীবন গড়ার পথ ও পাথেয়

২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৪

০১. মানুষের জবন ও জীবন পদ্ধতি



০১. দৃষ্টিভঙ্গি

০২. কর্ম

০৩. কর্ম পদ্ধতি

০৪. পারস্পারিক সম্পর্ক ও আচরণ



০২. মানব জীবনের চেতনাগত চালিকা শক্তি



০১. জ্ঞান

০২. বিশ্বাস

০৩. জীবন লক্ষ্য

০৪. জীবন ও জগতের মূল্যায়ন

০৫. সন্তান ও সম্পদের মূল্যায়ন

- এগুলো দুপ্রকার : ১. হক (সঠিক), ২. বাতিল (ভ্রান্ত)।



০৩. হক ও বাতিলের ব্যাপারে অবস্থান



০১. হক ও বাতিলের ধারণার ভিত্তিতে মুসলিম তিনভাগে বিভক্ত :

ক. স্পষ্ট ধারণা আছে।

খ. অস্পষ্ট ধারণা আছে।

গ. কোনো ধারণা নেই।

০২. প্রত্যেক মুসলিমকে নিজের অবস্থান স্পষ্ট করা উচিত :

ক. আপনি কি বাতিলের পক্ষে?

খ. আপনি কি হক ও বাতিলের সাথে সমঝোতা করে চলেন?

গ. আপনার অবস্থান কি দৃঢ়ভাবে হকের পক্ষে?

০৩. জীবন লক্ষ্য।

ক. আপনার কি জীবন লক্ষ্য নেই?

খ. আপনার জীবন লক্ষ্য কি অস্পষ্ট?

গ. আপনার জীবন লক্ষ্য কি ভুল?

ঘ. আপনার অবস্থান কি ভুল ও সঠিক জীবন লক্ষ্যের সংমিশ্রনে জগাখিচুড়ি?

ঙ. আপনি কি সুস্পষ্টভাবে সঠিক জীবন লক্ষ্যের অধিকারী।

- আপনার নিজের ব্যাপারে মূল্যায়ন কী?



০৪. সত্য জ্ঞান অর্জনে আপনার অবস্থান কোন্‌ পর্যায়ে?



০১. আপনি কি সরাসরি কুরআন বুঝে পড়েন?

০২. আপনি কি সরাসরি হাদিস বুঝে পড়েন?

০৩. আপনি কি ভুল উৎস থেকে জ্ঞান আহরণ করছেন?

০৫. জীবন যাপনের সঠিক পথ

০১. কুরআনের পথ।

০২. সুন্নাহর পথ।

০৩. সাহাবীগণের পথ।

০৪. সত্যপন্থীদের পথ।



قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ •

অর্থ: হে নবী, জজ্ঞিসে করো : যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখনো তারা কি সমান? (সূরা ৩৯ যুমার : আ ৯)

- আপনার অবস্থান কোথায়?



০৬. আল্লাহর সাথে মানুষের সম্পর্ক



আল্লাহ মানুষের স্রষ্টা اَللهُ خَالِقُ النَّاسِ

আল্লাহ মানুষের মালিক اَللهُ مَالِكُ النَّاسِ

আল্লাহ মানুষের সার্বভৌম প্রভু اَللهُ اِلٰه النَّاسِ

আল্লাহ মানুষের প্রতিপালক ও প্রভু-পরিচালক اَللهُ رَبُّ النَّاسِ

মানুষ আল্লাহর সৃষ্টি اَلنَّاسُ خَلْقُ اللهِ

মানুষ আল্লাহর দাস اَلنَّاسُ عِبَادُ اللهِ



০৭. সুতরাং স্রষ্টার পক্ষ থেকে মানুষের প্রয়োজন



০১. জীবন যাপনের পথ নির্দেশ (আল কুরআন) Guidance اَلْهُدٰى

০২. পথ প্রদর্শক (রসূল) Guide اَلْهَادِىْ



মানুষের প্রতি আল্লাহর বিধান ও নির্দেশাবলি : আল কুরআন, যার ভাষা আরবি।



আল্লাহর বিধান ও নির্দেশাবলি তথা কুরআনের ব্যাখ্যাতা : রসূল,

ভাষা : আরবি



যাদের জন্যে আল্লাহর বিধান : মানুষ > মানুষ বহুভাষী



সুতরাং আল্লাহর দেয়া সঠিক জ্ঞান ও সঠিক বিধান জানার জন্যে মানুষের কর্তব্য হলো: কুরআন ও রাসূলের ভাষা শিখা।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৯

বোকামন বলেছেন:
আস-সালামু আলাইকুম

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪১

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ওয়া-আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.