নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধে যাব মাগো

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

আজ সকল বাঁধন ছিড়ে যেতে দাও মা

যুদ্ধের ময়দানে,

গাইতে দাও মুক্ত কন্ঠে স্বাধীণ মধুর গানে।

আজ দাওনা মা বাঁধন খুলে তুমি,

পরিয়ে দাও বিজয় নিশান যুদ্ধে যাব আমি।

৭১-রের ডাক শুনেছি করুণ একটি ক্ষণ,

তেমন ভাবেই দাওনা যেতে বীরত্বের মন।

একছেলে মা জীবন দিয়ে হাজার ছেলে বাঁচে,

দেবেনা যেতে যুদ্ধ পথে জীবন বাঁচার কাজে।

মাদক বিষে মরছে তোমার হাজার ছেলে,

দাওনা বিদায় যুদ্ধে যাব সব ব্যাথা ভুলে।

কালো ছায়ার আগ্রাসনে নিভছে হাজার বাতি,

দাওনা যেতে মুছে দিতে নিকোশ কালো রাতি।

মুখে ফুঠাব হাজার ছেলের বিদ্রহী নব গান,

দেবেনা যেতে মাগো তুমি বাঁচাতে হাজার প্রাণ।

শিক্ষার নামে প্রতারণা দুর্নীতির কালো থাবা,

মৃত্যু যদিও হয় মাগো মোর বিদ্রহীদের মাঝে পাবা।

যেতে দাও মা ভাঙ্গতে হবে মনের কুসংস্কার,

তোমার দোয়া থাকলে মাগো থামাবে সাধ্যকার-

তুলে দাও মা হাতে আমার সেরা অস্ত্র;

ভেবনা নিয়ে প্রাণ,

রাস্তা-ঘাটে ঘটছে মাগো তোমার অসম্মান।

দাওমা তুমি কলমখানী দেব যুদ্ধের ডাক,

ইতিহাসে সাক্ষি করে রেখে যাব এই দাগ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.