![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
আবেগের তীরে স্বপ্নের ভীড়ে জমা হয় ব্যাথা,
কত কল্পনা মনের জল্পনা জমে থাকে শত কথা।
নিরুপায় আমি অবুঝের মত ভাবনার গড়া নীড়,
ঝরে অশ্রু যেন শীতের শিশির নুয়ে যায় উঁচু শীর।
কতকাল আগে কত স্বপ্নপরে ভেসে আসে মধুকথা,
ভাবনার নীড়ে কল্পনা ঘিরে পাই শধু আজ ব্যাথা।
কে সে? কেন আজ সময়ের বাঁধন ছিড়ে কাঁদায়,
নিকোশ রাতে অজানার মাঝে হৃদয় ছুয়ে যায়।
কোন সীমাহীন দূরে শীতের কুয়াশা ঘিরে,
ভেসে আসে কথা আত্মচিৎকার ছোট মোর নীড়ে।
এটা আবেগের খেলা স্মরণীয় মোর এই বেলা,
মনের দিগন্তে অজানার জয়ে করে যায় খেলা।
জাগ্রত করে গভীর রাতে লক্ষী পেঁচার ডাকে,
অবুঝের মত কল্পনা করি এ আবার কে?
বড় হাসি পায় মোর করুণ কান্যা ভেতরে ডুকরে উঠে,
দৃঢ়তার বল শান্তবিকেলে ছন্দের তরী এসে জুটে-
যেন একটি কাবতা চাই আমি, ছন্দের করা জয়,
তখন্ও মনের দিগন্তে উঠে জেগে মোর ভয়।
আশার প্রদ্বীপখানী কখন না জানি নিভে যায়,
ছন্দরা মোর পাশে আসে দৃঢ়করে কবিতায়।
এক কালো নিকশ অন্ধকারের ছবি উঠে আবেগের স্বপ্নে,
অবুঝের মত বুঝেছি যে কল্পনা ভরা আল্পনা রাঙ্গা রত্নে।
কবিতাটি একজনের বিশেষ অনুরোধ এবং ঘটনা চক্রের স্মরণে রচিত।
রচনাকাল: ৬ পৌছ ১৪১৯ বঙ্গাব্দ, শীতকাল।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
রাইসুল নয়ন বলেছেন: অসাধারণ ।।