![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
একুশ মানে প্রভাতফেরি নতুন রাঙা ভোর,
একুশ মানে কন্ঠে কন্ঠে প্রতিবাদী স্বর।
একুশ মানে কৃষ্ণচূড়ার অমর রক্ত বর্ণ,
একুশ মানে মাতৃভাষা অমূল্য স্বর্ণ।
একুশ মানে নগ্ন পায়ে শোকের আত্মপ্রকাশ,
একুশ মানে বিজয় পথে নেয়া মুক্তশ্বাস।
একুশ মোদের বিজয় হাসি উঁচু করা শীর,
একুশ মাঝে প্রকাশ পেল বাঙালীরা বীর।
একুশ মানে প্রতিবাদী সমুদ্র জনতার মিছিল,
একুশ মানে মাতৃভাষার বন্ধন আর মিল।
একুশ মানে রাজপথে বরকতের শেষ নিঃশ্বাস,
একুশ মানে রক্ত মিছিলে জন্ম নেয়া বিশ্বাস।
একুশ মানে ৫২-র রক্ত ঝরা স্মৃতি,
একুশ মানে বাঙালীর যুগান্তরের প্রীতি।
একুশ মানে সালাম-জব্বার-বরকত-রফিক-শফিক,
একুশ মানে শহীদ স্মৃতি বীরত্ম আর নির্ভিক।
একুশ মানে কৃষ্ণচূড়ার রক্ত রাঙা ফুল,
একুশ মানে চেতানা পথে সুধরে নেয়া ভুল।
একুশ মানে ফেব্রুয়ারির অগ্নি ঝরা দিন,
একুশ মানে শ্রদ্ধা আর ত্যাগের মহান ঋণ।
১৫ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
আরজু পনি বলেছেন:
একুশ আমার বাক দৃঢ়তা
মায়ের মুখের ভাষা।।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
রাফা বলেছেন: একুশ আমার ভাই-এর বুকের রক্তে রাঙানো ভাষার অহংকার।
একুশ আমার বাংলা মায়ের দামাল ছেলেদের বজ্র হুংকার।