![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
একুশ তুমি অ আ ক খ,
একুশ তুমি বাংলার গর্ব।
একুশ তুমি রক্ত ভেজা নতুন ইতিহাস,
একুশ তুমি উঁচু করে শীর বাঙালীর বসবাস।
একুশ তুমি কৃষ্ণচূড়ার রক্ত রাঙা ফুল,
একুশ তুমি বিশ্বময় ভাঙ্গিয়ে দেয়া ভুল।
একুশ তুমি মাতৃভাষার আপন কণ্ঠ স্বর,
একুশ তুমি জাগ্রত করা নতুন একটি ভোর।
একুশ তুমি ভাইহারা গান উজাড় করা প্রাণ,
একুশ তুমি স্মৃতির পাতায় রয়েছ অম্লান।
একুশ তুমি কবির ভাষায় চিরজাগ্রত ক্ষণ,
একুশ তুমি ঐতিহাসিক ৫২-সন।
একুশ তুমি ফাগুনে ঝরা আগুনের ফুল্কি,
একুশ তুমি বাঙালীর ঐতিহ্য খই-মুড়ি-মুড়কি।
একুশ তুমি স্মরণ করা প্রতিটি পথের প্রভা,
একুশ তুমি বর্ণমালার নিদারুণ সভা।
একুশ তুমি অমর শব্দ করে চলা খেলা,
একুশ তুমি নতুন ভাবনার প্রকাশ বইমেলা।
একুশ তুমি ততকাল রবে যতকাল রবে বাঙালী,
একুশ তুমি হৃদয় স্বরে নদীর রত্ন বালী।
২১ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
পাঠিয়েছি...
শুভকামনা রইল আপনার জন্য..
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
নীলফোঁটা বলেছেন: বেশ হয়েছে আপনার লেখাটা। সিডনি থেকে প্রকাশিত একটি মাসিক বাংলা পত্রিকার সাহিত্য পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। ঠিকানাঃ
[email protected]
শুভ কামনা রইল।