নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

একুশ আমার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

একুশ আমার

-মোসাদ্দেক

একুশ আমার প্রাণের স্বরে বেজে উঠে বিশ্বে,

বাঙালী আমি নিয়ে গেছে আমায় একুশ সবার শীর্ষে।

উত্তর হতে দক্ষিণে, পূর্ব হতে পশ্চিমে যত আছে দেশ,

রক্ত ঝরা লাল জবাটির ছড়িয়ে পড়েছে রেশ।



আমি তাই আজ গর্ব করি এমন বর্ণ আছে,

হাজার ভাষার রাজ্য মকুট বাংলা ভাষার কাছে।

হিমালয় হতে পদ্মা-মেঘনা-যমুনের বুকচিরে,

পৌঁছেগেছে একুশ চেতনা রক্ত জবাকে ঘিরে।



তাই আজ আমি গাইতে পারি বলতে কথার ঝুড়ি,

রুপে রুপসী বাংলা আমার জন্ম দিয়েছে কবি।

সালাম-বারকত-রফিক-শফিক-জব্বার,

আরও অজনা ছাত্র-জনতা দিয়েছে যাঁরা প্রাণ-

ভুলি নাই মোরা ভুলবনা কভু জেগে উঠি বারবার।

বছর ঘুরি একুশ আসে স্মরণে বিশ্ববাসী,

পৌঁছে গেছে যতক্ষুদ্র সকল মাতৃভাষী-

দিক হতে আজ দিগন্তময় ফাগুনের ঝরা আগুন,

বরবর ঐ জালেমরা বুঝিবেনা এরগুন;

বিশ্বময় সম্মান দেয়- কিন্তু এরা জানওয়ার,

বুঝেনে এরা নরপশু ৭১-রের হানাদার।

হত্যা যাদের উল্লাস হাসি, রক্ত মিটায় পিপাসা,

এদের মাঝেই চিরকাল রবে মানবতার হতাশা।

আমরা নির্ভিক উঁচু করে শীর বিশ্বদরবারে,

পৌঁছেগেছে বাঙালীর বার্তা প্রিতিট দ্বারে-দ্বারে।



একুশ আমার সূচনা পথ একুশ স্বপ্ন কল্পনা,

মনের মাঝে রক্ত জবার আঁকা আল্পনা।

২২ মাঘ ১৪১৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.