নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

পাপাচারি রাজাকার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

হত্যা আর হত্যা, লাশ আর লাশ, ছুটছে মানুষ,

কোথায় যাবে চারিদেক হাহাকার লাশ আর লাশ-

করুণ আর্তনাতে করুণ স্বর ভাসে কত বড় সর্বনাশ।

সীমান্ত দিকে ছুটছে মানুষ পথে পথে অনশন,

গ্রাম হতে গ্রাম পুড়ে ছারখার রক্তের গাড় ছাপ-

ধর্মের নামে হত্যা ছায়ায় পাইনি কেউ মাফ।

বৃদ্ধ-‍নারী-শিশু বাংলার যত বাঙালী হত্যা আর হত্যা,

নদী দিয়ে ভেসে যায় লাশ আর লাশ-

করুণ আর্তনাতে প্রকম্পিত গ্রাম-শহর কি করুণ সর্বনাশ।

রক্ত খেক জানওয়ার হায়না রক্ত করছে পান,

ভোগের দ্রব্যে পরিণত করেছে বাঙলীদের সম্মান।

চা‍রি‍দিকে তারই আর্তনাদ করুণ করুণতা,

প্রতিশোধের আগুন নিয়ে দামাল ছেলের জাগরণ,

জয়ের লক্ষে নিজের প্রাণকে করে চলা বিসর্জন।

তবুও একটি দেশ চাই, একিট স্বাধীন দেশ,

তবুও জাগরণ জাগে একিট বাংলাদেশ।

সীমান্ত গ্রামে বসে তখনও জাগ্রত হয় কবিতা,

তখনও মনের দুয়ারে আসে একটি চেতনা-

বাংলার চেতনা বাঙালীর চেতনা, বাংলাদেশের মন্ত্রনা।

লুটের দলেরা লুট করে চলে শষ্য-সম্পদ যত সব,

করুণ ‍আর্তনাদে খুশির আওয়াজ জাগে জনওয়ারদের,

এরা পাপাচারি খুনি পশু স্বাধীন মাটিতে জাগছে ফের।

পারবেনা পারবেনা! বাঙালীর চেতনাকে রুখতে,

হাজার রক্তে স্বাধীন মাটিতে ছড়ানো রক্ত ভুলতে।

আমরা আছি জেগে আজও জেগে স্বাধীন হৃদয় নিয়ে,

অপশক্তির রক্ষা হতে সোনার বাংলা গড়তে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

কলা পাতা বলেছেন: দারুণ কণ্ঠে ধ্বনিত স্বর ।
কেঁপে ওঠে থর থর ।
বিশ্ব চরাচর ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: ভাই এখনো তো খুন ধর্ষণ দলখবাজী চাদাবাজী হচ্ছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: অপরাধ ছিল আছে থাকবে তবে তা মাত্রার সাথে দেখতে হবে....
রাজাকাররা এই মাত্রার রেকর্ড গড়েছেন....তাই তাদের ফাঁসি চাই!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

খুব সাধারন একজন বলেছেন: নব্য জামাতি,
নব্য শিবির,
পুরান জামাতি,
পুরান ছাত্রসংঘ,

তোরা সব শুনে রাখ,

"তুই রাজাকার!"

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

বিজ্ঞ মানুষ বলেছেন: রাজাকারদের একমাত্র দন্ড ফাসী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.