নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

ধর রাজাকার, দেয় ফাঁসি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

জ্বলে উঠ আজ জ্বলে উঠ লাল পকাকা হাতে,

রক্তিম আলোয় জেগে উঠ আজ বিজয়ের সাথে।

আকাশে-বাতাশে ঘ্রানে দেখ কত রক্তের গন্ধ,

চেয়ে দেখ, চেয়ে দেখ কত লাশ কত লাশ-

পাওয়না দেখা হয়েছ কি অন্ধ?

বাংলার বুক চিরে হাজারও নদীর স্রোতে রক্তিম জলে,

ঘন আরণ্য গ্রামে হঠাৎ চিৎকারে দিশেহারা হানাদারের নলে।

কি করুণ হাঁহাকার জ্বলছে গ্রামের পর গ্রাম আগুন আর আগুন,

সেই আলোতেই বাংলার বুকে ফিরে আসে যেন ফাগুন।

কৃষ্নচূড়ার ফুল যেন ঝরে শহীদের রক্ত হয়ে,

জাগেনা কি কল্পনা ‍ঝরেনা অশ্রু দু'চোখ বেয়ে।

শুনতে পাওনা কি ঘুঘুর কান্না ডাক গাছে-গাছে,

বোনের চিৎকার মিশ্রিত হয়ে করুণতা নিয়ে পাশে-

ছোট শিশুটির ক্ষুদা জ্বালা বস্ত্রহীন তীব্র শীতে,

আহত মুক্তিযোদ্ধার তীব্র অনুরাগে মনের করুণ বিষে।

তোমরা কেন জাগনা আজ, কেন বল আজ স্থীর,

স্বাধীন দেশে পরাধীন কেন জাগ ওহে জাগ বীর।

যাদের পথের নির্দেশিকায় লক্ষপ্রাণের রক্ত রাশি-রাশি,

আজ ধর রাজাকার, দেয় ফাঁসি।

১৭ ডিসেম্বর ২০১২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.