![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
হে কবি তোমার কবিতায় আজ ইতিহাস লেখা হবে,
তোমার প্রতিটি ছন্দ আজ সময়ের ফ্রেম হয়ে থাকবে-
তুমি নিশ্চুপ কেন, জাগ্রত আজ বাংলার রাজপথ,
বইতে শুরু করেছে রক্তের লাল স্রোত।
বল তুমি আজ নিরব কেন এই ফাল্গুনের সকালে,
গভীর রাতে কোকিলের মধু ডাক ভেসে আসে-
তুমি আজ আনমনা আকাশের দিকে কেন তাকিয়ে,
তোমাকেই তুলতে হবে আজ এই বাংলাকে জাগিয়ে।
তুমি তুলে নাও কলম হাতে লিখতে শুরু কর নতুন ছন্দ,
দূরভীত কর যত আঁধার পৃথিবীর সব মন্দ।
আজ জাগ্রত করও মনের আলোর প্রতিটি প্রভা,
নতুন শক্তিতে বিকাশিত কর বসন্তী সকলের আভা।
তোমার প্রতিটি চরণই হয়ে রবে সাক্ষি, তুমি নিরব কেন,
তোমার প্রতিটি শব্দ শত বছর পর হবে পঠিত তুমি তা জান-
তবে আজ নিশ্চুপ আনমনা কেন হে নবীন কবি; তুল জাগরণ,
বাংলার পথ-ঘাট, মাঠ থেকে শব্দ এনে ইতিহাসকে কর বরণ।
বাংলার প্রতিটি মানুষ আজ জাগ্রত, জাগ্রত তারুণ্য-
রচনা করনা আজ ছন্দের প্রতিচ্ছবি ইতিহাসের জন্য।
আজ তুলে নাওনা কবি একটি ছিড়ে কাগজ একটি কলম হাতে-
লিখ তোমার অমর ছন্দ সোনালী এই প্রভাতে।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: তাই তো কবি ইতিহাস গড়ার ছন্দ বলছি লিখতে...
শুভকামনা রইল আপনার জন্য......
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: কবিগন ইতিহাসের সাক্ষি হতে হতে
নিজেরাই রুষের আগুনে জলে ছাই
স্বাধীনতা আর একুশের অক্ষর সাজাতে
বাংলার জমিন রক্তাক্ত , মানবতা কাদে সহসাই
বই জ্বলে ঘর জ্বলে , জ্বলে রাজপথ
নবীনের অগ্রযাত্রায় আগুন শপথ
বিকৃত অন্ধ প্রহসনে ক্ষেপা রাজনীতি
স্বাধীনতা বলি হয় , দেখি ভ্রান্ত নীতি ।
জনতা নির্বাক , আতংকিত শিশুমন
জানিনা স্বাধীনতার গান গেয়ে কেন মিথ্যা প্রহসন ।