![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
অশান্ত হয়ে উঠছে আমার স্বদেশের রাজপথ
মৃত্যুর মিছিল অশ্রু বন্যা কে করিবে রোধ?
মুক্তমতের বাঁধার মুখে ধর্ম নিয়ে খেলা
স্বাধীনতা পুজি করে রাজনীতির মেলা।
থামাও থামাও রুদ্ধ কর হুংকার কর জাগ্রত
পথের রক্তে স্বাধীনতার আলো হয়ে উঠে বিব্রত!
স্বার্থ লোভী মৌলবাদী ধর্ম ছায়ায় করে খেলা
জাগ্রত হও নতুন ক্ষণে তারুণ্যে জাগ্রত বেলা।
উত্তাল ঢেউ প্রতিহত করে জেগে উঠ হে তারুণ্য
স্বাধীনতার আলো কর রক্ষা অসীমতায় জাগা স্বর্ণ।
তারুণ্যই এনেছে প্রতিবাদী স্বরে বাহান্ন একাত্তর
পাপাচারিরা করে চলে খেলা খুনি ধ্বর্ষক-বর্বর।
থামাও আজকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের স্রোতে,
শান্ত কর মুছে দাও রক্ত বাংলার রাজপথে-
ধর্ম যে মোদের পরম বিশ্বাস শ্রদ্ধার প্রতিটি বিন্দু
আলোর পথে নতুন আলোয় স্বপ্ন দেখা সিন্ধু।
একাত্তরের মত ধর্ম খেলায় মেতে উঠা খুন ধ্বর্ষন
মানবনা মোরা প্রাণ দিয়ে দেব উঠবে জেগে রণ।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬
সরদার হারুন বলেছেন: আপনার কবিতা খুব ভাল হয়েছে। ধন্যবাদ
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা
++