নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা...

মোঃ মোসাদ্দেক হোসেন

গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!

মোঃ মোসাদ্দেক হোসেন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যয়

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

আজ আর শোকের দিবসে হারিয়ে যাবার সময় নয়,

উঁচু পাহাড়ের নিচে যখন ব্যাথারা সমান হয়েছে তখন আর কিসের ভয়।

শিমুল যখন ফুঠেছে রক্ত রাঙা রঙে তখনই তো জাগে প্রত্যয়,

আজ আমি জাগ্রত আমি নিয়ে আসবই বাংলার জয়-

আজ এই বসন্তে দক্ষিণা বাতাসের ধুলোমাখা পথের ক্ষণে,

দুশ্চিন্তায় শুকনো মুখে তীব্র স্বপ্নের এলো-মেলো বনে।

আমি হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের উপকুল জুড়ে আনব বিজয়,

পিতা তোমার বিন্দু বিন্দু রক্তের চিহৃই স্বপ্ন হয়ে রয়-

দারিদ্র মাতার অসীম প্রার্থনার ভান্ডার যখন উম্মুক্ত,

তখন একুশ এসেছে হাজার বছরের স্মৃতি নিয়ে,

তখন আমি স্থব্ধ রই কি করে-

আমাকে জাগ্রত করে আমের মুকুলের গন্ধ,

সজনে ফুরের সাদা রঙে নতুন স্বপ্নের জন্য।

আজ আমি হারতে আসিনী বিশ্বময় আমার দিকে তাকিয়ে,

আমি এই বাংলার সন্তান একাত্তরের চেতনা দেয় জাগিয়ে।

তাই আজ আগুণের মত ফাগুনের ক্ষনে জাগ্রত হয় চেতনা,

আমি আনব বিজয় এই বাংলাদেশে তারই আঁকি আল্পনা।



তোমরা কে রবে মোর পাশে মুক্ত স্বপ্নের দিগন্তময় আকাশে,

আমি স্বপ্ন রাজ্যের গড় তুলব ছড়িয়ে দেব বাতাসে।

আমি আজ কাঁদতে নয় বিজয় নিতে এসেছে,

আজ আমি ব্যাথিত নয় বাংলার শপথ নিয়েছি-

তোমরা কে কে থাকবে বল আমার সাথে,

তোমরা বিশ্বের মাঝে উঁচু করে শীর কে রবে পাশে।

আজ আনমনা আল্পনা আঁকার স্বপ্ন রাজ্যের গড়া প্রত্যয়,

আমি আনবই আমি গড়বই আমি রচে যাবই এর জয়।



আমার পিতার রক্ত বিন্দু আমার স্বপ্নকে ঘিরে,

আমার মাতার প্রার্থনা আচল বিজয় না নিয়ে-

কেমন করে যাব ফিরে।

আমি আজ কান্নার জন্য আসিনী এই বিদ্যাপিঠে,

আমি আজ মাথা নত করতে আসেনী এই শাহবাগে-

আমি মিশে আছি বাংলার প্রতিটি মানুষের স্বপ্নে,

বাঙালীর প্রতিটি স্বপ্ন চেতনাকে ঘিরে নতুন রত্নে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.