![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
লাশ আর লাশ বাতাসে ভেসে আসে হাহাকার
বাঁচাও বাঁচাও ভাইকে যা আছে সাধ্য তোমার।
আমার পিতার রক্ত দেহে নিথর নিরবতা-
মায়ের খোকা ডাকের জন্য আমি নিরব স্রোতা।
বোনের রক্ত দেহখানি বিদ্যালয়ের মাঠে,
বাঁচাও-বাঁচাও শব্দ শুনি ক্ষাণিক স্থব্ধ বাদে।-
প্রিয় সন্তান কোথায় আছে দাও পিতাকে সন্ধান
কেটে ফেল হাত, কেটে ফেল পা রক্ষা কর প্রাণ।
আর কত লাশ আর কত আর কত
গুণে গুণে দেখি প্রিয় মুখগুলি হয়েছে কত শত-
চিৎকার আর আত্মনাদে করুণ স্বর উঠে
ঘুরে-ঘুরে দেখতে পাই লাশ আর লাশ বিদ্যালয়ের মাঠে।
কত মৃত্যুর যন্ত্রণা আজ বুকে-বুকে শোক বাঁধে
সারা দেশ মোর শিহরিত হয় ফুকরে ফুকরে কাঁদে।
আহত মোর প্রিয় মুখখানি কোথায় নিয়ে যাও তোরা,
দাঁড়াও-দাঁড়াও মোর ভাই জীবত নাকি মরা?
আছে নাকি সে মৃত্যু মিছিলে নাকি আছে বেঁচে,
বাঁচাও-বাঁচাও কন্ঠ উঠে লক্ষ জনতার স্রোতে।
অবাক দৃষ্টিতে অশ্রু চোখে শুধুই দেখি মৃত্যু,
লাল-লাশ শুধুই লাশ মুত্যু-মৃত্যু আর মৃত্যু।
১২ বৈশাখ ১৪২০ বঙ্গাব্দ
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: কান্যায় বুক ফেটে যাচ্ছে ভাই উত্তর পাব কার কাছে???
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: মন ভাল নেই, কিছুই ভাল লাগছে না ।
Click This Link
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: বুক ফেটে যাচ্ছে ভাই!!!
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
বংশী নদীর পাড়ে বলেছেন: চোখে জল এসে যায় সাভারের নির্মম ধ্বংস যজ্ঞ দেখে। আপনার আপনার ভাষা কবিতায় প্রকাশ কিন্তু আমাদের আর কত এই আহাজারি শুনতে হবে??? আর কত লোভের জিহ্বায় লালা ফেলবো? মানুষের প্রান নিয়ে রং খেলা??? উত্তর কোথায় পাবো?