![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
এসেছি ফিরে মা
মৃত্যুর কারুণ কান্যা যখন
হার মেনেছে তখন-
আমি ফিরে এসেছি মা।
মুক্তির গানে যখন জাগরণ
ঠিক তখনই-
মুক্তিবিরোধীরা জ্বালাল আগুন
রঞ্জিত হলো রাজপথ,
আর শান্তি প্রিয় মানুষের মরণ।।
আমাকে যেতে দাও মা
এরা তোমার-
স্বাধীনতা চায়না,
চায় গোলাম করে রাখতে
তোমার সন্তানদের
তাই ঘর থেকে-
আজ বাইরে ফেলতে দাও পা।
১২ মে ২০১৩
©somewhere in net ltd.