![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
সবুজ রঙের রাঙা ঘাস
মুগ্ধ সবুজ বনের বাস
রুপে রুপসী বাংলার গ্রাম
স্বপ্নময় আম-কাঠাল-জাম।
কত রুপ, কত রঙ, কত স্বপ্ন
দিগন্তময় ছড়িয়ে থাকা রত্ন।
ঢেউ উঠা ক্ষেতের ধান
ভরিয়ে দেয় আমার প্রাণ।
পাখির মধু অপরুপ গান
নদীর ঢেউে জাগা কলতান।
রুপে রুপসী বাংলার রুপ
এরই মাঝে দিয়ে যাই ডুব।
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
শুভেচ্ছা এবং শুভকামনা রইল অবিরাম
২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:০৫
অন্ধকারের আমি বলেছেন: চালিয়ে যান।
৩| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইল অবিরাম
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬
নাজিয়া জামান বলেছেন: ভাল ।