![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
আজ কি দেব? ভাবতে পারছিনা,
তুমি কি পেলে বা খুশি হবে তাও জানিনা-
শুধু এতটুকু জানি তুমি বলবে বলে,
আমি অপেক্ষারত হাজার যুগ ধরে।
পদ্মার ধার ধরে আজও যেন হাটি অনবরত,
তুমি বলবে বলেই আমি অপেক্ষায় রত।
অনেক্ষণ পেরিয়েগেছে মাঘের রাত্রিতে নিৎঃশব্দ পৃথিবী;
কতকাল ধরে ঘুমিয়ে আছে যেন যত আছে সবিই।
শুধু আমি জাগ্রত তুমি বলবে বলে,
তাই এই শূণ্য হৃদয় দিয়েছি পূর্ণ করে-
তুমি বলবে তাই ঘুমহীন আল্পনা আঁকি,
নিৎঃশব্দ পৃথিবীরদিকে অচেতনার দৃষ্টি রাখি।
আজ তাই ভেবে পাচ্ছিনা কি দেব বল আমি,
এরচেয়েও যে আরও কিছু আছে দামি।
শূণ্য এ হৃদয় অপূর্ণ রয়ে যায় ঘুরে ফিরে পড়ে মনে,
শূণ্যতা ছাড়ি দিয়েছি যে পাড়ি স্বপ্ন রাজ্যের বনে।
তখনও অস্থির হয়ে শিমুল ফুলের স্পর্শ হৃদয়ে নীল আকাশ,
আমের মুকুল, সজনে ফুল, দক্ষিণা বাতাস-
এই বসন্তের সব আয়োজন যত ভরে উঠা ছন্দ,
যেন সবিই দিলাম আমি তবুও রয়ে যায় অপূর্ণ।
শুধু তুমি বলবে বলে সন্ধ্যা নামা শেষ বিকেলের শব্দ,
আজও আমি কানপেতে থাকি হয়ে যাই স্থব্ধ।
ফাগুনের আগুন ছড়ানো হৃদয়ে খুজে পাই স্বাধীনতা,
ভালবাসি তোমায়; ভাল থেক প্রিয় শুধুই প্রার্থনা।
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:২৮
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
শুভকামনা জানবনে
২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুণতো । ভালবাসি কবিতা সুন্দর হয়েছে। চসৎকার ভালবাসি।
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩০
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
শুভকামনা জানবনে
আমার জন্য দোয়া করবেন...
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ক্ষণিকের আগুন্তক বলেছেন: ফাগুনের আগুন ছড়ানো হৃদয়ে খুজে পাই স্বাধীনতা,
ভালবাসি তোমায়; ভাল থেক প্রিয় শুধুই প্রার্থনা।
লাইনগুলো চমৎকার।