![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
বাবা তোমার কষ্টটা আমাকে আজও বিদ্ধ করে অন্তরে
ব্যাথার সাগরে হাবুডুবু খাই নিরুপায় পথ চেয়ে-
আমি পারিনী ব্যার্থ আমি তোমার স্বপ্নপূরণে
ভাবি আর অশ্রু ঝরে দু'চোখ বেয়ে বেয়ে।
এই প্রখর রোদে তুমি ছুটে চল ঝরে পড়ে ঘাম
অথচ আমি শান্তঘরে একলা বসে থাকি,
অন্তর জুড়ে কতটা ব্যাথা কেমন করে বলি
রাতের আঁধারে হঠাৎ যেন চিৎকার করে ডাকি।
আমি থামবনা, অস্থির আমি আনব বিজয় একদিন
স্বপ্নপূরণে নির্ভিক আমি হয়েছি আপোষহীন।
শুধু দোয়া কর তুমি বিজয় আমার হবেই হবে
ব্যাথার সাগরে বলতে পার তা আবার কবে?
আমি স্থির নই, চলমান তবুও অগোচরে পথচলা
রাতের আঁধারে কবিতার শব্দে অজানা সব বলা।
আমি বিজয় আনবই তোমার রক্ত ঝরা অনুপ্রেরণা
তোমার ঘামে জাগে স্বপ্ন দৃড়তা পায় বাসনা।
আমি জাগ্রত হই, স্বপ্ন দেখি স্বপ্নভঙ্গের ক্ষণে
আনবই বিজয় দোয়া কর তুমি শপথ রইল মনে।
©somewhere in net ltd.