![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
তোমরা জানবেনা
রাতের অন্ধকারে ঝরা
অশ্রু বিন্দুগুলোর কথা-
তোমরা হয়ত জানবেনা,
হৃদয়ের মাঝে দীর্ঘ শ্বাস
আবেগের প্রচন্ড ব্যথা-
আর হবেনা তোমাদের জানা।
কেমন করে একটি স্বপ্ন ধ্বংস হয়
কেমন করে ভাঙ্গে একটি হৃদয়-
তোমরা জান শুধু আনতে হবে জয়।
জয়ের পেছনে লুকিয়ে থাকা ঘটনা
প্রতিটি ক্ষণ আর শ্রম সাধনা-
তোমরা জান বলতে পার, করতে পার কল্পনা।
আমি হরতে শিখিনি
তবুও আজ হেরে গেছি-
আমি কাঁদতে জানিনা
তবুও আজ কেঁদেছি।
অথচ তোমরা হাঁসছ...
এ নিদারুণ কষ্ট
এর কোন উদাহরণ হয়না,
তবুও তোমরা জাননা, জানতেও চা্ওনা।
আমি একদিন বিজয় নিয়ে আসব,
হয়ত সেদিন আমি আর রবনা-
হয়তবা রব, তোমরা জানবেনা।
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ..
শুভকামনা রইল..
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
পরিবেশ বন্ধু বলেছেন:
আমি একদিন বিজয় নিয়ে আসব,
হয়ত সেদিন আমি আর রবনা-
হয়তবা রব, তোমরা জানবেনা।
বেশ চমৎকার কবিতা
শুভকামনা