![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
মাগো আমি কাঁদবনা যে
-মোঃ মোসাদ্দেক হোসেন
মাগো আমি কাঁদবনা যে
হাঁসতে ভুলে গিয়ে
ক্ষুদার জ্বালায় কাতর হলেও
থাকব ধর্য্য নিয়ে।
যাক ভুলে যাক সবাই আমায়
পাবনা আর ব্যথা
আকাশ থেকে স্বপ্ন নিয়ে
ঘুরব এথা-সেঁথা।
আপন ভেবেও পর হয়ে যায়
আজব পৃথিবীটা
আলো ভরা পথটি আমার
হারায় সকল মিঠা।
পরের তরে সুখ খুজে যায়
বৃথা হাঁসে হাঁসি
প্রতিবাদে প্রতি শব্দ
বাজায় তারই বাঁশি।
হরেক রকম স্বপ্নগুলো
হারিয়ে ফেলে পথ
শোকের সাগরে ঢেউ তুলে
হারিয়ে জীবন স্রোত।
কার তরে আজ এত কিছু
আঁধার নামা মেঘে
ঝড়-বৃষ্টি আর আঁধার-আলোয়
ছুটি দ্রুত বেগে।
যার তরে আজ ছন্দ লিখি
লিখি কাব্য ভাষা
পরের তরে সুখ খুঁজে নেয়
সেটাই সকল আশা।
রাত জেগে তাই হিসাব-কোষি
কঠিন বাস্তবতা
কোথা হতে কোথায় যেন
রয়ে যায় সব ব্যাথা।
লুকোচুরি আঁধার-আলোয়
হোকনা তোমার চলা
সুখটি যে তোর দুখের হবে
মিটাতে তোর জ্বালা।
আলোর মশাল হাতে নিয়ে
থাকব আমি তবু
দোয়া করো মাগো আমায়
সহায় হবেন প্রভু।
16.07.2014
©somewhere in net ltd.