![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
হে গণতন্ত্র
-মোঃ মোসাদ্দেক হোসেন
হে গণতন্ত্র তুমি কি জন মানুষের কথা বল-
নাকি চার দেয়ালের ধ্বনীতে সীমাবদ্ধ?
তোমার পথচলা কি শুধুই স্বার্থের
নাকি তৈরী কর জনমানুষের ভাগ্য?
হে গণতন্ত্র তোমার কাছে জানতে চাই-
তুমি নিশ্চুপ কেন?
আমাদের দেয়া রক্ত কি তবে উপহাসের!
তোমার গম্ভিরতা অসহ্য যেন!
লক্ষ-লক্ষ প্রাণের রক্ত ঝরার প্রতিদান-
তুমি এভাবে দিবে?
যে জাতি হারতে পারেনা-
তাকে উপহাস করবে?
অথচ তোমার জন্য হে গণতন্ত্র
শুধুই তোমার জন্যই কত আয়োজন,
স্বাধীনতা জন্য তোমারই ছিল প্রয়োজন।
উঁচু করে শীর গড়ে তুলে এই নীড়;
তোমার জন্যই মোরা হয়েছি অধীর।
স্বাধীনতার মালায় তোমাকে করেছি বরণ-
তুমি করতে পারনা হে স্বাধীনতা সেদিনের কথা স্মরণ?
অথচ আজ তোমার জন্য জাতির ক্রান্তিকাল
গণতন্ত্রের নামে কালো অন্ধকারে এ কেমন তোমরা ধুম্রজাল!
যে জাতি উঁচু করে শীর গড়েছে নীড় তাকেই কর সাবধান?
আজ ভাবতে বড় কষ্ট হয় হে স্বাধীনতা
রক্ত ঝরা সেই লাল সেরা মুকুটটি-
আমরাই যে তোমাকে করেছি দান!
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ধন্যবাদ...
২| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
কলমের কালি শেষ বলেছেন: গভীর কবিতা । ++++
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৭
লেখোয়াড় বলেছেন:
হে গণতন্ত্র তুমি কি জন মানুষের কথা বল-
নাকি চার দেয়ালের ধ্বনীতে সীমাবদ্ধ?
ভাল লিখেছেন। প্রথম থেকে শেষ পুরাটাই ভাল লাগল।