![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
রাজহাঁস
মোঃ মোসাদ্দেক হোসেন
ঘোলা জলে পুকুরেতে
নেড়ে নেড়ে পালক
স্বপ্নে ভাসে রাজা হাঁসে
রুপালি যে ঝলক।
মেলে ধরে পাখনা দুটি
চলে উড়ে উড়ে
ঝরে পড়ে শিউলি ফুলে
বাতাসেতে নড়ে।
পড়ে থাকে ভেজা পালক
ঘাসে ঘাসে সাদা
শ্যামলা মাটি রূপে অসীম
স্নেহে মাখা কাঁদা।
ক্ষনিকেতে উঠে ডেকে
দেখি যেন স্বপ্ন
চেয়ে থাকি ঘোলা জলে
বাংলায় আঁকা রত্ন।
©somewhere in net ltd.