![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
দুষ্টু খোকা
– মোঃ মোসাদ্দেক হোসেন
ডিশুম ডিশুম করছে খোকা
দিচ্ছে মায়ে বোকা
সেই ফাঁকেতে দুষ্টু খোকা
দিচ্ছে মাকে ধোঁকা ।
দিন দুপুরে রোদের মাঝে
লিচু তুলে গাছে
সেই খবরও পৌঁছেগেছে
খোকার মায়ের কাছে।
বিকেল হলে হাওয়া খোকা
হারিয়ে যায় বনে
ছুটে চলে হাঁসি খেলায়
ফুলের মত মনে।
সন্ধ্যা হলে প্রদ্বীপ জ্বালায়
বইয়ের সাথে খেলা
দুষ্টু খোকা মিষ্টি কথায়
বসায় রসের মেলা।
ছবিঃ ইন্টারনেট
©somewhere in net ltd.