![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
জাতীয় বিশ্ববিদ্যালয়
-মোঃ মোসাদ্দেক হোসেন
শিক্ষা যদি হয় অধিকার
কেন এমন বিচার
নষ্ট করে লক্ষ জীবন
স্বপ্ন ভাঙে বাঁচার।
শিক্ষার নামে যন্ত্রণা আর
আর কতটা চলা
দিগুন সময় ব্যর্থ জীবন
আর কতবার বলা।
বিশ্ব বিদ্যা নিতে গিয়ে
এমন কেমন বাধা
আসন নিয়ে সংকটেতে
যেন সিদে সাদা।
মেধাবীকে তারাই যারা
বিশ্ববিদ্যালয়ে ?
জাতীয়তে হয় না শিক্ষা
পড়ায় না কি ভয়ে!
পড়তে গিয়ে জীবন যদি
ব্যর্থের হয় স্বীকার
আছে কিতা প্রয়োজনে
এই কী অধিকার?
কেন মোদের দেয়নি আসন
বিশ্ববিদ্যালয়ে
ঝরে যাব আমরা কেন
করতে বিশ্বজয়ে!
জানতে চাই, চাই অধিকার
শিক্ষা সবার আগে
গড়তে হলে দেশটা সোনার
ভাবতে হবে আগে।
ভাষণ দিয়ে আসন নিয়ে
স্বার্থপরের মত
কাজের কাজে ফাঁকিবাজী
মরছি আমরা শত।
25.11.14
দিনাজপুর।
©somewhere in net ltd.