![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গড়তে ক্ষুধা মুক্ত পৃথিবী হবে আমার সঙ্গি!
শাপলা
- মোঃ মোসাদ্দেক হোসেন
শাপলা ফোটে রূপে রসে
পুকুর ডোবা জলে
শাপলা পাতায় লাফায় লাফায়
ব্যাঙে নাচে খেলে।
সাদা সাদা শাপলা ফোটে
হরেক মাছের দেশে
তুলতে যাই শাপলা মোরা
পুকুর জলে হেসে।
শাপলা ফুলে জলে দুলে
হাত বাড়িয়ে দেই
মুঠোয় পরে শাপলাগুলো
হাতে তুলে নেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১
নিলু বলেছেন: ভালো