![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধাক্কা খেলাম একটা
চাঁদগাজী ভাই নাকি ?
পটল তুলছেন আইজকা।
ইন্নালিল্লাহ পড়ছি আমি
পড়েন হগলে,
তিনি বড় ভালা ছিলেন
বলেন একসাথে।
তাকে একবার বলেছিলাম
লিখব একটি ছড়া,
যার মধ্যে থাকবে শুধু
তাহার কথাবার্তা।
কি থেকে কি হল
হলাম ঋণী আমি,
আশা করি উনার উনি
মার্কোপলো, করবেন ক্ষমা জানি।
যখন যেথায় থাকেন ভাই
লিখেন আরো বেশী,
লেখার মধ্যে জোকস আছে
ব্যাপক হ য ব র ল।
২২ শে মে, ২০১৬ রাত ১:০১
চিক্কুর বলেছেন: একটা লাইন খালি রাখছি
তোদের লাইগা।
২| ২২ শে মে, ২০১৬ রাত ১:০১
সচেতনহ্যাপী বলেছেন: চাঁদাগাজী কিন্তু মাঝে মাঝে খুব কঠিন কথা সহজ কেই বলেন।। নির্দিষ্ট মতের হলেও েখায় তার প্রমান অল্পই।।
২২ শে মে, ২০১৬ রাত ১:০৫
চিক্কুর বলেছেন: লেখেন ভালো বানান ভুলে
এতে পাই কষ্ট।
৩| ২২ শে মে, ২০১৬ রাত ১:২৫
গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী ভাই অনেক সহজ ব্যাপারকে জটিল এবং অনেক জটিল জিনিস সহজ করে বলতে পারতেন। আহাঃ বেচারা!! কি থেকে কি হইলো?? আমার টো খুব ডুঃখ লাগছে।
২২ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬
চিক্কুর বলেছেন: আমি ভাই কেঁদে মরি
তারে বড় ভালবাসি
ভালবাসায় ঘাটতি ছিল
বুঝছি এখন আমি।
৪| ২২ শে মে, ২০১৬ সকাল ৮:৩৯
মার্কোপলো বলেছেন:
সরকারী, ব্যুরিপ্রেট, রাজনীতিবিদ, ধর্মীয়, ব্যবসায়ী, সবাই ব্লগিং'এর ভয়ে ভীত; এর মাঝে বাড়তি ঝামেলা, হ্যাকিং; অনেক ব্লগার চোরাবালিতে পড়েছেন।
২২ শে মে, ২০১৬ দুপুর ১২:০৭
চিক্কুর বলেছেন: কি থেকে কি হল
হলাম ঋণী আমি,
আশা করি উনার উনি
মার্কোপলো, করবেন ক্ষমা জানি।
৫| ২২ শে মে, ২০১৬ সকাল ৮:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: ধুর্মিয়া, এটা কোন ছড়া হলো? মাত্রা-অন্তঃমিল কিচ্ছু নেই ।
২২ শে মে, ২০১৬ দুপুর ১২:০৯
চিক্কুর বলেছেন: হয়নি ছড়া জানি
তারপরেও তার জন্য
কিছু করেছি।
৬| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:৫৫
দ্য ইনভেডার বলেছেন: অনেক ব্লগারের অভিযোগের সাথে আমি এটুকু যোগ করতে চাই - এই চাঁদগাজী/মার্কোপলো লোকটি আবার দ্বিচারিণী । নতুন ব্লগার পুরুষ হলে উনি বেহুদা আক্রমণ করেন অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু নতুন নারী ব্লগার পেলে ব্লগে স্বাগতম বলে ত্রাহি ত্রাহি চিৎকার করতে করতে পুচ্ছদেশ নাচাতে নাচাতে এগিয়ে আসেন
২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪০
চিক্কুর বলেছেন: নারীর মজা আমি আপনি
বুঝব কি আর ভাই
পশ্চিমাতে থাকছেন তিনি
মজা বুঝেন তাই।
৭| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪০
দ্য ইনভেডার বলেছেন: লেখক বলেছেন: নারীর মজা আমি আপনি
বুঝব কি আর ভাই
পশ্চিমাতে থাকছেন তিনি
মজা বুঝেন তাই।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫৮
চিক্কুর বলেছেন:
৮| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মার্কোপলো বলেছেন:
চাঁদগাজীর নিক ঠিক হয়েছে, কিন্তু কাছাকাছি নিক ( 'চাদগাজী-' ) নিয়ে খারাপ মন্তব্য করছে এক লোক, তাই আপাতত চাঁদগাজী নিক থেকে মন্তব্য করা হচ্ছে না
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ রাত ১২:৫৮
ব্যাক ট্রেইল বলেছেন: এইটা কি ধরণের ছড়া হইলো চিক্কুরের বাচ্চা চিক্কুর? প্রথমটাতে তিন লাইন কেন?