![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশজুড়ে মেঘ জমেছে
মেঘের বাড়ি কই?
তাই দেখে ব্যাঙেরাসব
করছে হইছই।
ব্যাঙের নাকি বিয়ে হবে?
পড়ছে কলোরব,
নিমন্ত্রন রইল সবার প্রতি
আসবেন রাজাসাব।
মেঘে মেঘে করছে খেলা
ব্যাঙের যেন বসছে মেলা,
জ্বালিয়ে তারা আতসবাজি
পেটফুলিয়ে করছে উৎসব।
গ্যাঙর গ্যাঙর ডাকছে তারা
লাগছে তাহা ভারি মজা,
দেখবে যদি আস ছুটে
চর চামেলির মেলা।
২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ছোট শিশুদের জন্য খুব ভালো উপযোগী ছড়া ।
২২ শে মে, ২০১৬ দুপুর ১:০০
চিক্কুর বলেছেন: আজ যে শিশু
কাল সে বড়,
তার জন্য দরকার আছে
কিছু পদ্য,ছড়া,গল্প।
৩| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: ব্যাঙের সর্দি।
২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৪০
চিক্কুর বলেছেন: ব্যাঙের আবার সর্দি
ডুমুরের ফুল দেখছেন কি?
৪| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:২৭
রিদয়ইসলাম বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৪১
চিক্কুর বলেছেন: ধন্য হলাম মন্তব্যে
ভালো থাকেন সবখানে।
৫| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৮
মার্কোপলো বলেছেন:
ওদের আনন্দ, বহু বিবাহ চালু করেছে বেটারা
২৩ শে মে, ২০১৬ রাত ১:১১
চিক্কুর বলেছেন: ধন্য হলাম মন্তব্যে
ভালো থাকেন সবখানে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৯
শরিফ শরিফ বলেছেন: আমাদের অনেক সময় ভুল বসত বা অন্য কারনে পিসির দরকারি ডাটা যেমন , ভিডিও , সফটওয়্যার ইত্যাদি ফাইল ডিলিট হয়ে যাই তখুন আমাদের কপালে হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না. তখন ডাটা রিকভারি এর প্রয়োজন পরে . বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…..
Data recovery