![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুপ্ত প্রেমে লিপ্ত ছিল
জন আর রেসি,
গুপ্ত প্রেমের মজা যে করেছে
সেই জানে বেশি।
হঠাৎ করে রেসির স্বামী
অফিস থেকে আসল,
ক্লান্ত স্বামী এসব দেখে
হলেন বেজায় ক্ষীপ্ত।
শান্ত হয়ে রেসির স্বামী
যুক্তির কথায় আসল,
মল্লযুদ্ধে যে জিতবে
রেসি তারই হইবো।
পাশের রুমে দু'জন গিয়ে
যুদ্ধের প্রস্তুতি নিলো,
জন বলে আরে ভাই
একটু ধের্য ধরো।
যুদ্ধ করে লাভ কি ভাই?
মরব দুইজন মিছে,
তারচেয়ে ফাঁকা আওয়াজে
থাকব মরার ভানে।
তারপরেতে রেসি এসে
দেখবে দুইটি লাস,
যাকে ধরে কাঁদবে সে
সেই যুদ্ধে পাশ।
চুক্তিমত আওয়াজ হলো
দৌড়ে এল রেসি,
এসে দেখে মরে আছে
জন আর তার স্বামী।
খাটের নিচে দৌড়ে গিয়ে
রেসি ডাকে পলকে,
বলল এবার বেরিয়ে এস
ওরা দু'জন মরছে।
২৮ শে মে, ২০১৬ দুপুর ২:১০
চিক্কুর বলেছেন: লক্ষ্মীছেলে করলে কমেন্ট
লাগে বড় ভালো,
দেশের তরে এই ছেলেদের
লাগবে শতশত।
২| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা দারুন প্রকাশ।
২৮ শে মে, ২০১৬ দুপুর ২:১২
চিক্কুর বলেছেন: ধন্যবাদ,ধন্যবাদ
৩| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৫২
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: মরাই ভাল ছিল।
২৮ শে মে, ২০১৬ দুপুর ২:১৩
চিক্কুর বলেছেন:
৪| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:০৫
ইক্বরা বলেছেন: হা হা হা
২৮ শে মে, ২০১৬ দুপুর ২:১৪
চিক্কুর বলেছেন:
৫| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৪৯
পবন সরকার বলেছেন: দারুণ লাগল।
২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩০
চিক্কুর বলেছেন: খুশি হইলাম।
৬| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৫০
লক্ষ্মীছেলে বলেছেন: হুজুরে জনাব ধন্যবাদ ধন্যবাদ
২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩২
চিক্কুর বলেছেন:
৭| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:১২
বিদ্রোহী চাষী বলেছেন:
২৯ শে মে, ২০১৬ রাত ১২:২১
চিক্কুর বলেছেন:
৮| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:১১
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: এখনকার বাস্তবতায় সুন্দর কবিতা।
২৯ শে মে, ২০১৬ রাত ১২:২২
চিক্কুর বলেছেন: ধন্যবাদ,ধন্যবাদ
৯| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭
অদৃশ্য বলেছেন:
হাসতে হাসতে শেষ...
শুভকামনা...
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
চিক্কুর বলেছেন: ধন্যবাদ,ধন্যবাদ
১০| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
আসল পরকীয়া
১১| ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
কল্লোল পথিক বলেছেন:
ভয়ানক ব্যাপার!
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৪৪
লক্ষ্মীছেলে বলেছেন: খাটের নিচে দৌড়ে গিয়ে

রেসি ডাকে পলকে,
বলল এবার বেরিয়ে এস
ওরা দু'জন মরছে।